Sunday 29 December 2013

মিশ্র ইস্পাত কারখানার ( ASP )অবসর প্রাপ্ত শ্রমিক –কর্মচারীদের সংগঠন “ সহমর্মী ’’ -র প্রথম সন্মেলন ।

  
দুর্গাপুর , ২৯শে ডিসেঃ : আজ , ইস্পাতনগরীর বি’জোন দেশবন্ধু ভবনে অনুষ্ঠিত হোল মিশ্র ইস্পাত কারখানার অবসর প্রাপ্ত শ্রমিক –কর্মচারীদের প্রথম সন্মেলন ।  স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ( SWFI ) ডাকে, গত ১লা অক্টোবর “ বিশ্ব প্রবীন নাগরিক দিবসে “ , কলকাতায়  অনুষ্ঠিত হয়  রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা SAIL-র অবসর প্রাপ্ত শ্রমিক –কর্মচারীদের কনভেনশন । এই কনভেনশনে মিশ্র ইস্পাত কারখানার ( ASP )অবসর প্রাপ্ত শ্রমিক –কর্মচারীদের পক্ষে ৫ জন প্রতিনিধি উপস্হিত ছিলেন । প্রসংগত , রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা SAIL-র অবসরপ্রাপ্ত শ্রমিক – কর্মচারীদের সংখ্যা ৯৮৪০০ , যা বর্তমানে কর্মরত SAIL-র শ্রমিক – কর্মচারীদের সংখ্যা থেকেও বেশী  । মিশ্র ইস্পাত কারখানার ( ASP )অবসর প্রাপ্ত শ্রমিক –কর্মচারীদের সংখ্যা ৬৫০০ , যা ASP-র বর্তমানে কর্মরত স্হায়ী শ্রমিক – কর্মচারীদের সংখ্যা ১৩০০ থেকে অনেক বেশী ।
  বর্তমান আর্থ – সামাজিক প্রতিকূল পরিস্হিতে , রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা ASP সহ SAIL-র অবসরপ্রাপ্ত শ্রমিক – কর্মচারীরা বিভিন্ন প্রতিকূল পরিস্হিতির মুখোমুখি হয়েছেন । এই পরিস্হিতে , SAIL-র অবসরপ্রাপ্ত শ্রমিক – কর্মচারীরারা নিজস্ব সংগঠন করে তোলার জন্য অগ্রসর হয়েছেন । আজকের কনভেনশনের মধ্য দিয়ে ASP-র অবসরপ্রাপ্ত শ্রমিক – কর্মচারীরদের নিজস্ব সংগঠন “ সহমর্মী ’’গড়ে উঠল ।
   সন্মেলনের উদ্বোধন করেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ( SWFI ) এর সম্পাদক পি কে দাস । সন্মেলনে উপস্হিত ছিলেন ২০০ জন অবসরপ্রাপ্ত শ্রমিক – কর্মচারীর । রিপোর্টের উপর  আলোচনায় অংশ গ্রহন করেন ৭ জন  । সন্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিকনেতা জীবন রায় , ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ( SWFI ) রিটায়ার্ড সেলের পক্ষে  স্বপন মজুমদার । সন্মেলনের কাজ পরিচালনা করেন শ্রী ব্রজমানিক চক্রবর্তী , কে কে পাল , সুদর্শন মজুমদার ও মৃত্যুঞ্জয় ঘোষ-কে নিয়ে গঠিত স্টিয়ারিং কমিটি । শ্রী ব্রজমানিক চক্রবর্তীকে আহ্বায়ক করে  সন্মেলন   “ সহমর্মী ’’-র ১৭ জনের পরিচালন কমিটি নির্বাচিত করেছে । 

                    
















No comments:

Post a Comment