Thursday 1 May 2014

ইস্পাতনগরীতে তৃণমূলীদের হাতে আক্রান্ত পার্টি-নেতৃত্বকে দেখে এলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী কমঃ সাইদুল হক ।

দুর্গাপুর , ১লা মে : আজ , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে তৃণমূলীদের হাতে আক্রান্ত বর্ষীয়ান পার্টি ও শ্রমিক নেতা কমঃ বিভূতি দাসমন্ডল ও কমঃ কিঙ্কর ঘোষকে দেখে এলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী কমঃ সাইদুল হক ও ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল , নির্বাচনে,ইস্পাতনগরীতে পার্টির নেতৃত্বে ভোটাররা তৃণমূলের রিগিং চালানোর চেষ্টা রুখে দেয় । এতে ক্ষিপ্ত হয়ে ভোট শেষ হওয়ার পরেও  তৃণমূলী দুষ্কৃতিরা বিভিন্ন জায়গায় সিপিইএম কর্মী-নেতৃত্ব ও পোলিং এজেন্টদের উপর হামলা চালায় । সন্ধ্যা ৬-৩০ নাগাদ ,ইস্পাতনগরীর এ’জোনের দুর্গাপুর থানার থেকে ঢিল ছোঁড়া দুরত্বে  কাজী নজরুল ইসলাম রোডের গুরু তেগবাহাদুর পাব্লিক স্কুলের বুথে সামনে  ৮নং ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর  মৃগেন পালের নেতৃত্বে কুখ্যাত সমাজবিরোধী  বিধান রাও ও অন্যান্য সমাজবিরোধীরা মারাত্মক অশ্ত্রশস্ত্র নিয়ে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির সদস্য  কমঃ বিভূতি দাসমন্ডল ও কমঃ কিঙ্কর ঘোষের উপর আক্রমন চালায় , টাকা-পয়সা ছিনিয়ে নেয় । কোনমতে তারা  রক্ষা  পেলেও , গুরুতর জখম ঐ দুজনকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তাদের চিকিৎসা চলছে । এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও , পুলিশ এখনও কাউকে গ্রেফ্তার করে নি । বর্ষীয়ান দুই নেতার উপরে তৃণমূলের এই নৃশংস আক্রমনে ইস্পাতনগরীতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়ছে ।


  





No comments:

Post a Comment