Wednesday 30 April 2014

ভোট-লুঠেরাদের আটকে দিল ইস্পাতনগরী দুর্গাপুর : তৃণমূলের ভোট জোচ্চুরির চেষ্টা ব্যর্থ ।

দুর্গাপুর , ৩০শে এপ্রিল : রাজ্যের তৃতীয় দফার ভোটে গনতন্ত্রকে নির্লজ্জ ভাবে ভূলন্ঠিত করল  তৃণমূল কংগ্রেসে , সৌজন্যে নির্বাচন কমিশন !
    আজ সকাল থেকেই রক্তাত হোল ইস্পাতনগরী দুর্গাপুর । সকালে পি সি রোডের  ডিআইভি স্কুলে ( দুর্গাপুর ইস্পাত বিদ্যালয় ) সিপিআইএম এর পোলিং এজেন্টদের ব্যপক মারধোর করে তৃণমূলী দুষ্কৃতিরা । পরে জয়দেব , নিউটন , আর্যভট্ট , তানসেন , ভারতী , এডিসন  প্রভৃতি জায়গায় তৃণমূলী দুষ্কৃতিদের বাইক-বাহিনী তাণ্ডব চালায়, বুথ-ক্যাম্প ভাঙচূর করে , ভোটারদের সন্ত্রস্ত করার চেষ্টা চালায় ।  কিন্তু , এই তাণ্ডবের বিরুদ্ধে সারাদিন ধরে বুক চিতিয়ে লড়াই করেছেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র ১এ জোনাল কমিটির পার্টি সদস্য – সমর্থকরা । সাধারন ভোটারাও তৃণমূলী দুষ্কৃতিদের সন্ত্রাসের বিরুদ্ধে ভোটাধীকারের অধিকার প্রয়োগ করেছেন । শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ৭০-৭৫ শতাংশ ভোট পড়েছে ।
 এদিকে , ভোট শেষ হলে ডেভিড হেয়ার রোডে সিপিআইএম এর পোলিং এজেন্টকে মারধোর করে তৃণমূলী দুষ্কৃতিরা । অন্য ঘটনায় , তৃণমূলী দুষ্কৃতিদের হাতে গুরুতর ভাবে জখম হয়েছেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র ১এ জোনাল কমিটির সদস্য কমঃ বিভূতিদাস মন্ডল ও কমঃ কিঙ্কর ঘোষ । দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে ।



No comments:

Post a Comment