Wednesday, 15 July 2015

১৯৬৬-র ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও অমর শহীদ আশীষ-জব্বরের ৫০-৩ম শহীদ দিবস পালনে বর্ষব্যাপী অনুষ্ঠান প্রস্তুতির উদ্দেশ্যে গন-কনভেনশন ।

                                                                

দুর্গাপুর ,১৫ই জুলাই : আজ সন্ধ্যায় ,ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে ১৯৬৬-র ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও অমর শহীদ আশীষ-জব্বরের ৫০-৩ম শহীদ দিবস পালনে বর্ষব্যাপী অনুষ্ঠান প্রস্তুতির উদ্দেশ্যে গন-কনভেনশন অনুষ্ঠিত হল ।  উপস্হিত ছিলেন বৃহত্তর দুর্গাপুরের ট্রেড ইউনিয়ন ও গণ-আন্দোলনের নেতৃবৃন্দ সহ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর বর্তমান ও প্রাক্তন নেতৃত্ব ও কর্মীবৃন্দ । উপস্হিত ছিলেন সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলার সম্পাদক কমঃ বংশগোপাল চৌধুরী , সভাপতি কমঃ বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী , জীবন রায় , সন্তোষ দেবরায় , বিপ্রেন্দু চক্রবর্তী , মহাদেব পাল, নির্মল ভট্টাচার্য , পঙ্কজ সরকার , এআইটিইউসি-র পক্ষে শম্ভু প্রামানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ । বক্তব্য রাখেন কমঃ রথীন রায় , জীবন রায় , বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী , বিশ্বরূপ ব্যানার্জী ও অরুন চৌধুরী । সভাপতিত্ব করেন কমঃ রথীন রায় । কনভেনশনের মধ্য দিয়ে ১৯৬৬-র ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও অমর শহীদ আশীষ-জব্বরের ৫০-৩ম শহীদ দিবস পালনে বর্ষব্যাপী অনুষ্ঠান পালনের জন্য প্রস্তুতি কমিটি তৈরি হয়েছে । প্রস্তুতি কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে কমঃ রথীন রায় ও কমঃ অরুন চৌধুরী । দুর্গাপুর তথা সারা ভারতে শ্রমিক আন্দোলনে , ১৯৬৬-র ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও অমর শহীদ আশীষ-জব্বরের প্রানদান যে অসামান্য প্রভাব বিস্তার করেছিল , সেই বিষয়ে বর্তমান প্রজন্মের সবিস্তার পরিচয় ও বর্তমানে সন্ত্রাস কবলিত দিনে , সেই সংগ্রাম কি ভাবে আলোকবর্তিকা হিসেবে কাজ করতে পারে , তা বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচীর মাধ্যমে উপস্হাপন করার জন্য আগামী ১ বৎসর ধরে প্রস্তুতি কমিটি কাজ করবে ।


Monday, 13 July 2015

শহীদ নিমাই অধিকারী কে স্মরণ করল দুর্গাপুর ।

                                                                   


দুর্গাপুর, ১৩ই জুলাই :আজ সকালে , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট ও জি.টি. রোডের সংযোগ স্হলে শহীদ কমঃ নিমাই অধিকারীর শহীদবেদীতে মাল্যদান করে তাঁকে স্মরণ করল দুর্গাপুর ।১৯৮১ সালের ১৩ই জুলাই, দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের অন্যতম সংগঠক দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক কমঃ নিমাই অধিকারীরকে , ঠিকা শ্রমিকদের মজুরী বৃদ্ধির ধর্মঘটকে সংগঠিত করার জন্য কং-আশ্রিত সমাজবিরোধীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন । তাঁর স্মরণে , দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের আপন সংগঠন ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে সকালে জেনারেল শিফটে্ এর কাজ শুরু হওয়ার আগে , শহীদ-স্মরন অনুষ্ঠান পালন করা হয় ।
   আজ সকালে , অনুষ্ঠানের সূচনায় রক্তপতাকা উত্তোলন করেন কমঃ জি.এস. দাস । শহীদবেদীতে মাল্যদান করেন  কমঃ জি.এস. দাস , সুবীর সেনগুপ্ত , সন্তোষ দেবরায়, মহাব্রত কুন্ডু , হারাধন শাহী , বিভূতি দাসমন্ডল ,নিমাই ঘোষ,স্বপন মজুমদার,দীপক ঘোষ, প্রীতমকুমার দে,সুরজিত রায় , আশীষ মিশ্র , মলয় চক্রবর্তী , পানমনি মূর্মু সহ ট্রেড ইউনিয়ন ও গণ-আন্দোলনের নেতৃবৃন্দ । শহীদ-স্মরনে সংক্ষিপ্ত ভাষনে ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর সাধারন সম্পাদক কমঃ সুবীর সেনগুপ্ত বলেন যে জন্মলগ্ন থেকেই ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) কে শাসকশ্রেণীর সন্ত্রাস-রক্তচক্ষুকে মোকাবিলা করে এগোতে হয়েছে । দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক ও স্হায়ী শ্রমিকদের আপন সংগঠন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( এইচ.এস.ই.ইউ , সি.আই.টি.ইউ)  ঠিকা শ্রমিকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে । শহীদ কমঃ নিমাই অধিকারী সেই দৃষ্টান্তই স্হাপন করেছেন ।  তৃণমূলের নৃশংস আক্রমনের বিরুদ্ধে ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) যে বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছে , তার অন্যতম প্রেরণা শহীদ কমঃ নিমাই অধিকারী ।
বিকালে , ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পরিচালনায় ২৭-তম  শহীদ কমঃ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগীতার সূচনা হয় লালা লাজপত রায়-ট্রাঙ্ক রোড ময়দানে । আজকের খেলায় অংশ নেয় দুর্গাপুর হিরোজ ও তানসেন অ্যাথালেটিক ক্লাব । ফলাফল ০-২ ।




Saturday, 11 July 2015

প্রয়াত কমঃ রাজু সেনগুপ্ত ।


দুর্গাপুর ,১১ই জুলাই : গতকাল,কমঃ রাজু সেনগুপ্ত আকস্মিক প্রয়ান হয় । গতকাল, হৃদরোগে আক্রান্ত হয়ে ইস্পাতনগরীর হর্ষবর্ধন রোডে নিজ বাসভবনে মাত্র ৪৩ বংসর বয়েসে প্রয়াত হয়েছেন কমঃ রাজু সেনগুপ্ত ।
ডিওয়াইএফআই এর আঞ্চলিক কমিটির সদস্য ,প্রয়াত কমঃ রাজু সেনগুপ্ত  ২০১৩ সালে পার্টি সভ্যপদ লাভ করেন । মিতবাক্ ও দায়িত্বশীল কমঃ রাজু সেনগুপ্ত  পার্টির ইস্পাত জোনাল দফ্তরের কম্পিউটার বিভাগের কাজে যুক্ত ছিলেন।

আশীষ-জব্বর ভবনে মরদেহ নিয়ে আসা হলে, মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান কমঃ সন্তোষ দেবরায় ,নির্মল ভট্টাচার্য, সুবীর সেনগুপ্ত সহ  পার্টি ও গণসংগঠনের নেতৃবৃন্দ ।

                                                   
 

Tuesday, 7 July 2015

সিআইটিইউ এর ডাকে ৭ই জুলাই এর শ্রমিক সমাবেশে উত্তাল হল দুর্গাপুর ।

                                                         


দুর্গাপুর,৭ই জুলাই :আজ সকালে , বর্ধমান জেলা সিআইটিইউ এর ডাকে দুর্গাপুরের গান্ধী মোড়ে বৃহত্তম শ্রমিক সমাবেশের ডাক দেওয়া হয়েছিল । কয়লা শিল্পের বেসরকারীকরনের বিরুদ্ধে , রাজনৈতিক কারনে উচ্ছেদ ঠিকা শ্রমিকদের অবিলম্বে কাজে বহাল ,চুক্তি অনুযায়ী মজুরী , নূন্যতম মজুরী , বন্ধ কারখানা অবিলম্বে খোলা ও বেকারদের কাজের দাবী সহ অন্যান্য দাবীতে আজ দুর্গাপুরে এ যাবৎ কালের মধ্যে বৃহত্তম শ্রমিক সমাবেশ হয় । সমাবেশের শুরু হলে দলে দলে শ্রমিক পুলিশের বাধা অতিক্রম করে জি.টি. রোড অবরোধ করেন । ঘন্টা খানেক অবরুদ্ধ থাকার পরে নেতৃত্বের সাথে পুলিশ-প্রশাসন আলোচনা বসলে , অবরোধ তুলে নেওয়া হয় ।

   আজকের সমাবেশে বক্তব্য রাখেন সিআইটিইউ এর রাজ্য সভাপতি কমঃ শ্যামল চক্রবর্তী , রাজ্য সম্পাদক কমঃ শ্যামল চক্রবর্তী , সিআইটিইউ এর বর্ধমান জেলা সম্পাদক কমঃ বংশগোপাল রায়চৌধুরী , অমল হালদার ,অচিন্ত্য মল্লিক প্রমূখ । সভাপতিত্ব করেন সিআইটিইউ এর বর্ধমান জেলা সভাপতি কমঃ বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী । 

                                                       








Monday, 6 July 2015

স্টিল ওয়ার্কার্স ফেডাঃ ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পে যুক্ত ঠিকা শ্রমিকদের ৭-ম সর্বভারতীয় কনভেনশন অনুষ্ঠিত হল ।

                                                                

দুর্গাপুর , ৬ই জুলাই : বিশাখাপত্তনমের গুরাজাদা কলাক্ষেত্রম ভবনে স্টিল ওয়ার্কার্স ফেডাঃ ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পে যুক্ত ঠিকা শ্রমিকদের ২-দিন ব্যাপী ( ৫ই – ৬ই জুলাই ) ৭-ম সর্বভারতীয় কনভেনশন অনুষ্ঠিত হল । দেশের ৭টি রাজ্য থেকে , রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সংস্হা সেইল ও আরআইএনএল এর কারখানা-অফিস-খনি-স্টক ইয়ার্ডে কর্মরত ২৩০ জন কর্মরত ঠিকা শ্রমিক প্রতিনিধি কনভেনশনে যোগদান করেন । কনভেনশনে উদ্বোধনী ভাষন দেন সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক কমঃ তপন সেন , স্বাগত ভাষন দেন কমঃ নরসিংহ রাও । রিপোর্ট পেশ করেন কমঃ পি কে দাস । 

Friday, 3 July 2015

৭ই জুলাই এর সমাবেশ কে ঘিরে ইস্পাতনগরীতে পুরোদমে প্রস্তুতি চলছে ।


দুর্গাপুর , ৩রা জুলাই :আগামী  ৭ই জুলাই বর্ধমান জেলা সিআইটিইউ এর ডাকে দুর্গাপুরের গান্ধী মোড়ে বৃহত্তম সমাবেশের ডাক দেওয়া হয়েছে । কয়লা শিল্পের বেসরকারীকরনের বিরুদ্ধে , রাজনৈতিক কারনে উচ্ছেদ ঠিকা শ্রমিকদের অবিলম্বে কাজে বহাল ,চুক্তি অনুযায়ী মজুরী , নূন্যতম মজুরী , বন্ধ কারখানা অবিলম্বে খোলা ও বেকারদের কাজের দাবী সহ অন্যান্য দাবীতে আগামী ৭ই জুলাই দুর্গাপুরে  বৃহত্তম সমাবেশ হতে চলছে । এই দাবীগুলিতে  আগামী ৭ই জুলাই এর সমাবেশকে সফল করার আহ্বান জানানো হয় আজও ইস্পাতনগরীর বি-জোনের চন্ডিদাস বাজারে ও সেইল আবাসন অঞ্চলে কবিগুরু মোড়ে দুটি পথ সভা হয় । 

Thursday, 2 July 2015

মনেট কারখানায় সিআইটিইউ করার অপরাধে শ্রমিক উচ্ছেদ ; প্রতিবাদ তীব্রতর হবে ।

                                                                 

দুর্গাপুর , ২রা জুলাই : গতকাল ইস্পাতনগরী সংলগ্ন কমলপুরে মনেট ফেরো-অ্যালয় কারখানায় সিআইটিইউ নেতা প্রলয় উপাধ্যায় ও শ্যামল লোহারকে জোর করে কারখানা থেকে বার করে দেয় তৃণমূলী দুষ্কৃতিরা ।কারখানার ম্যানেজমেন্টের কাছে মনেট ফেরো-অ্যালয় কন্ট্রাকার ওয়ার্কার্স এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে প্রতিবাদ জানাতে গেলে তৃণমূলী দুষ্কৃতিরা ইউনিয়ন নেতৃত্বকে হুমকি দেয় । এই বিষয়ে পুলিশ ও ডিএলসি তে অভিযোগ দায়ের করা হয়েছে । আগামীকাল এসডিও এর কাছে অভিযোগ জানানো হবে বলে মনেট ফেরো-অ্যালয় কন্ট্রাকার ওয়ার্কার্স এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর সভাপতি কমঃ নির্মল ভট্টাচার্য জানিয়েছেন ।

 আজকে কমলপুরে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ইস্পাত জোনাল কমিটির পক্ষ এক পথসভায় মনেট ফেরো-অ্যালয় কারখানায় শ্রমিক উচ্ছেদ এর তীব্র প্রতিবাদ জানানো হয় । এছাড়াও গতকাল কলিকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের উপর তৃণমূলীদের নৃশংস হামলার প্রতিবাদ জানানো হয় । সারা রাজ্য সহ দুর্গাপুর শিল্পাঞ্চলে সন্ত্রাস-নৈরাজ্য এর বিরুদ্ধে আগামী ৭ই জুলাই দুর্গাপুরের গান্ধী মোড়ে ঐতিহাসিক জমায়েত কে সফল করার আবেদন জানান বক্তারা । বক্তব্য রাখেন কমঃ নির্মল ভট্টাচার্য ও নিমাই ঘোষ । সভাপতিত্ব করেন কমঃ কাজল চ্যাটার্জী । উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ দেবরায় , বিভূতি দাসমন্ডল প্রমূখ । সভায় ব্যপক জন সমাগম হয় ।