Thursday 2 July 2015

মনেট কারখানায় সিআইটিইউ করার অপরাধে শ্রমিক উচ্ছেদ ; প্রতিবাদ তীব্রতর হবে ।

                                                                 

দুর্গাপুর , ২রা জুলাই : গতকাল ইস্পাতনগরী সংলগ্ন কমলপুরে মনেট ফেরো-অ্যালয় কারখানায় সিআইটিইউ নেতা প্রলয় উপাধ্যায় ও শ্যামল লোহারকে জোর করে কারখানা থেকে বার করে দেয় তৃণমূলী দুষ্কৃতিরা ।কারখানার ম্যানেজমেন্টের কাছে মনেট ফেরো-অ্যালয় কন্ট্রাকার ওয়ার্কার্স এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে প্রতিবাদ জানাতে গেলে তৃণমূলী দুষ্কৃতিরা ইউনিয়ন নেতৃত্বকে হুমকি দেয় । এই বিষয়ে পুলিশ ও ডিএলসি তে অভিযোগ দায়ের করা হয়েছে । আগামীকাল এসডিও এর কাছে অভিযোগ জানানো হবে বলে মনেট ফেরো-অ্যালয় কন্ট্রাকার ওয়ার্কার্স এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর সভাপতি কমঃ নির্মল ভট্টাচার্য জানিয়েছেন ।

 আজকে কমলপুরে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ইস্পাত জোনাল কমিটির পক্ষ এক পথসভায় মনেট ফেরো-অ্যালয় কারখানায় শ্রমিক উচ্ছেদ এর তীব্র প্রতিবাদ জানানো হয় । এছাড়াও গতকাল কলিকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের উপর তৃণমূলীদের নৃশংস হামলার প্রতিবাদ জানানো হয় । সারা রাজ্য সহ দুর্গাপুর শিল্পাঞ্চলে সন্ত্রাস-নৈরাজ্য এর বিরুদ্ধে আগামী ৭ই জুলাই দুর্গাপুরের গান্ধী মোড়ে ঐতিহাসিক জমায়েত কে সফল করার আবেদন জানান বক্তারা । বক্তব্য রাখেন কমঃ নির্মল ভট্টাচার্য ও নিমাই ঘোষ । সভাপতিত্ব করেন কমঃ কাজল চ্যাটার্জী । উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ দেবরায় , বিভূতি দাসমন্ডল প্রমূখ । সভায় ব্যপক জন সমাগম হয় । 

No comments:

Post a Comment