Tuesday 7 July 2015

সিআইটিইউ এর ডাকে ৭ই জুলাই এর শ্রমিক সমাবেশে উত্তাল হল দুর্গাপুর ।

                                                         


দুর্গাপুর,৭ই জুলাই :আজ সকালে , বর্ধমান জেলা সিআইটিইউ এর ডাকে দুর্গাপুরের গান্ধী মোড়ে বৃহত্তম শ্রমিক সমাবেশের ডাক দেওয়া হয়েছিল । কয়লা শিল্পের বেসরকারীকরনের বিরুদ্ধে , রাজনৈতিক কারনে উচ্ছেদ ঠিকা শ্রমিকদের অবিলম্বে কাজে বহাল ,চুক্তি অনুযায়ী মজুরী , নূন্যতম মজুরী , বন্ধ কারখানা অবিলম্বে খোলা ও বেকারদের কাজের দাবী সহ অন্যান্য দাবীতে আজ দুর্গাপুরে এ যাবৎ কালের মধ্যে বৃহত্তম শ্রমিক সমাবেশ হয় । সমাবেশের শুরু হলে দলে দলে শ্রমিক পুলিশের বাধা অতিক্রম করে জি.টি. রোড অবরোধ করেন । ঘন্টা খানেক অবরুদ্ধ থাকার পরে নেতৃত্বের সাথে পুলিশ-প্রশাসন আলোচনা বসলে , অবরোধ তুলে নেওয়া হয় ।

   আজকের সমাবেশে বক্তব্য রাখেন সিআইটিইউ এর রাজ্য সভাপতি কমঃ শ্যামল চক্রবর্তী , রাজ্য সম্পাদক কমঃ শ্যামল চক্রবর্তী , সিআইটিইউ এর বর্ধমান জেলা সম্পাদক কমঃ বংশগোপাল রায়চৌধুরী , অমল হালদার ,অচিন্ত্য মল্লিক প্রমূখ । সভাপতিত্ব করেন সিআইটিইউ এর বর্ধমান জেলা সভাপতি কমঃ বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী । 

                                                       








No comments:

Post a Comment