Wednesday 15 July 2015

১৯৬৬-র ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও অমর শহীদ আশীষ-জব্বরের ৫০-৩ম শহীদ দিবস পালনে বর্ষব্যাপী অনুষ্ঠান প্রস্তুতির উদ্দেশ্যে গন-কনভেনশন ।

                                                                

দুর্গাপুর ,১৫ই জুলাই : আজ সন্ধ্যায় ,ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে ১৯৬৬-র ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও অমর শহীদ আশীষ-জব্বরের ৫০-৩ম শহীদ দিবস পালনে বর্ষব্যাপী অনুষ্ঠান প্রস্তুতির উদ্দেশ্যে গন-কনভেনশন অনুষ্ঠিত হল ।  উপস্হিত ছিলেন বৃহত্তর দুর্গাপুরের ট্রেড ইউনিয়ন ও গণ-আন্দোলনের নেতৃবৃন্দ সহ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর বর্তমান ও প্রাক্তন নেতৃত্ব ও কর্মীবৃন্দ । উপস্হিত ছিলেন সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলার সম্পাদক কমঃ বংশগোপাল চৌধুরী , সভাপতি কমঃ বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী , জীবন রায় , সন্তোষ দেবরায় , বিপ্রেন্দু চক্রবর্তী , মহাদেব পাল, নির্মল ভট্টাচার্য , পঙ্কজ সরকার , এআইটিইউসি-র পক্ষে শম্ভু প্রামানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ । বক্তব্য রাখেন কমঃ রথীন রায় , জীবন রায় , বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী , বিশ্বরূপ ব্যানার্জী ও অরুন চৌধুরী । সভাপতিত্ব করেন কমঃ রথীন রায় । কনভেনশনের মধ্য দিয়ে ১৯৬৬-র ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও অমর শহীদ আশীষ-জব্বরের ৫০-৩ম শহীদ দিবস পালনে বর্ষব্যাপী অনুষ্ঠান পালনের জন্য প্রস্তুতি কমিটি তৈরি হয়েছে । প্রস্তুতি কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে কমঃ রথীন রায় ও কমঃ অরুন চৌধুরী । দুর্গাপুর তথা সারা ভারতে শ্রমিক আন্দোলনে , ১৯৬৬-র ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও অমর শহীদ আশীষ-জব্বরের প্রানদান যে অসামান্য প্রভাব বিস্তার করেছিল , সেই বিষয়ে বর্তমান প্রজন্মের সবিস্তার পরিচয় ও বর্তমানে সন্ত্রাস কবলিত দিনে , সেই সংগ্রাম কি ভাবে আলোকবর্তিকা হিসেবে কাজ করতে পারে , তা বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচীর মাধ্যমে উপস্হাপন করার জন্য আগামী ১ বৎসর ধরে প্রস্তুতি কমিটি কাজ করবে ।


No comments:

Post a Comment