Saturday 19 December 2015

ইস্পাতনগরীর সন্ত্রাস-কবলিত অঞ্চলে বি.পি.এম.ও এর ডাকে দৃপ্ত পদযাত্রা ।

                                                                    

দুর্গাপুর,১৯শে ডিসেঃ :আজ বিকালে, ইস্পাতনগরীর বি-জোনে বি.পি.এম.ও এর ডাকে ১৫-দফা দাবী সহ স্হানীয় ৪-দফা দাবী সহ মোট ১৯-দফা দাবীতে এক দৃপ্ত পদযাত্রা তিলক রোড থেকে শুরু হয়ে ইস্পাতনগরীর বি-জোনের সন্ত্রাস-কবলিত তিলক-ডেভিড হেয়ার - রাজেন্দ্র প্রসাদ – সি’জোন-কাশীরাম দাস বস্তি-কাশীরাম-মহিষ্কাপুর  প্রভৃতি অঞ্চলে পরিক্রমা করে শেষ হয় মহিষ্কাপুর বস্তি অঞ্চলে । আজ নিয়ে বি.পি.এম.ও এর ডাকে দুর্গাপুর ইস্পাতনগরী এবং সংলগ্ন বস্তি ও গ্রামাঞ্চলে মোট ৯টি পদযাত্রা হল । তথাকথিত ‘পরিবর্তনের’ নামে গত ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরের থেকে শান্ত জনপদ ইস্পাতনগরী এবং সংলগ্ন বস্তি ও গ্রামাঞ্চলে তৃণমূলীরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য বাম সহ বিরোধী ও গণ-আন্দোলনের নেতা-কর্মীদের উপর নৃশংস শারীরিক আক্রমন চালিয়েছে,মিথ্যা মামলায় জড়িয়েছে , হাজার হাজার ঠিকা-শ্রমিকদের কাজ থেকে উচ্ছেদ করেছে । এমন কি জম্মু-কাশ্মীরের বন্যা-দুর্গত ও নেপালের ভূমিকম্প দূর্গতদের সাহায্য করার জন্য ত্রান সংগ্রহ করার জন্য তৃণমূলীরা বাম গন-সংগঠকদের উপর নৃশংস হামলা চালায় , ত্রানের জন্য সংগৃহীত অর্থ লুঠ করে । ইদানিং তৃণমূলীরদের কুদৃষ্টি পড়েছে  গরীব বস্তিবাসীদের উপরে । তথাকথিত স্মার্ট-সিটির নামে বিকল্প বাসস্হানের ব্যবস্হা না করেই বস্তি বিভিন্ন জায়গায় বস্তি উচ্ছেদ করার ষড়যন্ত্র চলছে । ইস্পাতনগরীর কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং নিয়ে টালবাহানা করা হচ্ছে । দুর্গাপুর ইস্পাত কারখানার ও মিশ্র কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারনের জন্য সেইল ও কেন্দ্রীয় সরকার চরম বঞ্চনা করে আগামীদিনে দুর্গাপুরকে ভয়াবহ অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে চাইছে – এ কথা বুঝতে পারছেন  ইস্পাতনগরী এবং সংলগ্ন বস্তি ও গ্রামাঞ্চলের মানুষ ।

তাই কেন্দ্র ও রাজ্যের ভয়াবহ জন-বিরোধী নীতির বিরুদ্ধে , রাজ্যে গনতন্ত্র পুনরুদ্ধার ও সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষার জন্য বি.পি.এম.ও এর ডাকে  ইস্পাতনগরী এবং সংলগ্ন বস্তি ও গ্রামাঞ্চলে ৯টি পদযাত্রায় মানুষের ঢল নেমেছে । আজকের পদযাত্রায় আরও একবার তার প্রমান দিল ।পদযাত্রায় অন্যান্যদের সাথে উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী,কাজল চ্যাটার্জী ,সলিল দাসগুপ্ত সহ গণ-আন্দোলনের  অন্যান্য নেতৃত্ব ।



No comments:

Post a Comment