Sunday 13 December 2015

বি.পি.এম.ও এর ডাকে পদযাত্রা চলছে : ইস্পাতনগরীর ৭ম জাঠায় মানুষের ঢল নামল ।

                                                                 


দুর্গাপুর,১৩ই ডিসেঃ : ২০১১ এর সরকার পরিবর্তনের সাথে সাথে দুর্গাপুরের মেহেনতী মানুষের জীবন-জীবিকা ও গনতান্ত্রিক অধিকারের উপর নেমে আসে ভয়াবহ আক্রমন । তৃণমূলীরা কেবলমাত্র দুর্গাপুর ইস্পাত কারখানার ৩৫০০ হাজার ঠিকা-শ্রমিককে সি.আই.টি.ইউ এর সদস্য হওয়ার জন্য উচ্ছেদ করেছে তাই নয় , সশস্ত্র আক্রমন চালিয়ে শতাধিক গনতান্ত্রিক আন্দোলনের নেতা-কর্মীকে গুরুতরভাবে জখম করে,বহু সাংগঠনিক দফ্তর দখল-ভাঙ্গচুর-অগ্নি সংযোগ করে,গায়ের জোড়ে দখল করে বিভিন্ন সমবায় । পুলিশ অপরাধীদের গ্রেফ্তার করার বদলে একের পর এক মিথ্যা মামলায় জড়ায় গনতান্ত্রিক আন্দোলনের নেতা-কর্মীদের । কিন্তু অপ্রতিরোধ্য ইস্পাতনগরী আত্মসমর্পন করে নি । হাওয়া ঘুরতে শুরু করেছে বোঝা গিয়েছিল তৃণমূলীদের প্রবল সন্ত্রাসের মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক ইউনিয়ন স্বীকৃতির নির্বাচনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর বিপুল বিজয়ের মধ্য দিয়ে । এরপরেই বি.পি.এম.ও এর ডাকে ১৫-দফা দাবী সহ স্হানীয় ৪-দফা দাবী সহ মোট ১৯-দফা দাবীতে ইস্পাতনগরী ও সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে গত ২১শে নভেঃ থেকে আজ পর্যন্ত অনুষ্ঠিত মোট ৭ টি জাঠায় বিপুল জনসমাগম হয়েছে ।তৃণমূলের সন্ত্রাসকে  উপেক্ষা করে আজকের জাঠা মিছিলে জনপ্লাবনে ইস্পাতনগরী নতুন ইঙ্গিত দিল। আজকের জাঠা মিছিল নাগার্জুন রোড থেকে শুরু হয়ে রাজমল্ল পাড়া,নেপালী পাড়া,বাগদী পাড়া,ডিসপোসাল প্ল্যান্ট,নাগার্জুন এক্সটেনশন বস্তি,ইস্পাতপল্লী,নতুনপল্লী প্রভৃতি জায়গা পরিক্রমা করে জয়দেব বস্তিতে শেষ হয়। পদযাত্রায় উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী,প্রফুল্ল মন্ডল  সহ অন্যান্য গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ ।







No comments:

Post a Comment