Sunday 20 December 2015

মহান নভেম্বর বিপ্লব ভারত সহ সারা বিশ্বের শ্রমিক আন্দোলনকে আজও প্রেরনা জোগায় : শ্রীদীপ ভট্টাচার্য

                                                                

দুর্গাপুর,২০শে ডিসেঃ : আজ ইস্পাতনগরীর ১ নং বিদ্যাসাগর এভিন্যু এর বি.টি.রণদিভে ভবনে ,” নভেম্বর  বিপ্লবের শিক্ষার আলোকে ৬৬-এর আগষ্ট আন্দোলনের তাৎপর্য “ – শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন কমঃ শ্রীদীপ ভট্টাচার্য । দুর্গাপুরের ৬৬ এর ঐতিহাসিক আগষ্ট আন্দোলনের ৫০-তম বার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে ,গত ৬ই আগষ্ট থেকে (দুর্গাপুরের প্রথম শহীদদ্বয় আশীষ-জব্বরের শহীদ দিবস ) দুর্গাপুরের ৬৬ এর ঐতিহাসিক আগষ্ট আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরার জন্য বর্ষ ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের বর্ষ ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে । আজকের আলোচনা সভা সেই উদ্যোগের অঙ্গ । শ্রীদীপ ভট্টাচার্য ব্যাখ্যা করে বলেন যে কিভাবে নভেম্বর  বিপ্লব – নির্দিষ্ট পরিস্হিতিতে সঠিক বিশ্লেষনের জন্য মার্কসীয়-লেনিনীয় নীতি প্রয়োগ ঘটিয়েছিল এবং  সেই কায়দা আজকের শ্রমিক আন্দোলন কে আজ আরও বেশী করে রপ্ত করে রাজ্য তথা সরা দেশে জন-বিরোধী নীতি পাল্টানোর জন্য মেহেনতী মানুষের ক্ষুরধার আ্দোলন গড়ে তোলার জন্য প্রয়োগ করতে হবে ।  এর আগে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ )সভাপতি কমঃ রথীন রায় বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন কি ভাবে ৬৬ এর ঐতিহাসিক আগষ্ট আন্দোলন কেবল মাত্র দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের আন্দোলনকে নয়া দিক দেখিয়েছিল তাই নয়, সামগ্রিক দুর্গাপুরের গনতান্ত্রিক আন্দোলন তথা কৃষক আন্দোলনের সূচনা ঘটিয়েছিল । ভীঁড় উপচে পড়া আজকের আলোচনা সভায় উপস্হিত ছিলেন ৬৬ এর ঐতিহাসিক আগষ্ট আন্দোলনের বহু সেনানী । উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ দেবরায়, সুখময় বোস,দিলীপ গাঙ্গুলি, মানস মুখার্জী, জি.এস.দাস,রাম পঙ্কজ গাঙ্গুলী সহ অন্যান্য গন-আন্দোলনের নেতৃত্ব । সভার সূচনায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ ) এর পক্ষে কমঃ প্রফুল্ল মন্ডল কমঃ শ্রীদীপ ভট্টাচার্য সম্বোর্ধিত করেন । আবৃতি করে শোনান বাচিক শিল্পী শ্যামল ব্যানার্জী । সভাপতিত্ব করেন কমঃ রথীন রায় ।




No comments:

Post a Comment