Sunday 6 December 2015

সম্প্রীতির বন্ধন জোরদার করার জন্য যুবদের স্বেচ্ছা রক্তদানের শিবির ।

                                                              

দুর্গাপুর,৬ই ডিসেঃ – সাম্প্রদায়িক-সম্প্রীতি ও দেশের-রাজ্যের ঐক্য-সংহতি রক্ষা করার অঙ্গীকার করার শপথ নিয়ে আজ সকালে, ইস্পাতনগরীর চন্ডিদাস সেক্টর অফিসে ,ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত ২নং লোক্যাল কমিটির উদ্যোগে ২৩-তম বার্ষিক রক্তদান শিবির অনুষ্ঠিত হল । বিগত ১৯৯৩ সাল থেকে প্রতি বছর ৬ই ডিসেঃ , ১৯৯২ সালের ৬ই ডিসেঃ  হিন্দুত্ববাদী ফ্যাশিষ্ট শক্তির হাতে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের কলংকজনক ঘটনার বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক-সম্প্রীতি ও  ঐক্য-সংহতি রক্ষার শপথ নেওয়ার ও মূমুর্ষ রোগীদের সহায়তার জন্য ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে ইস্পাতনগরীতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।

রক্তদান শিবিরের সূচনায় সংগঠনের পতাকা উত্তোলন করেন ,ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত ২নং লোক্যাল কমিটির সভাপতি কমঃ খোকন দাস । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ খোকন দাস , ডি.ওয়াই.এফ.আই এর রাজ্য কমিটির সদস্য কমরেড শুভাশীষ মাইতি ,জেলা কমিটির সদস্য পলাশ ব্যানার্জী , সুদীপ মাইতি ,বিশ্বজিত ধর চৌধুরী এবং গন-আন্দোলনের নেতৃত্ব কমঃ সুবীর সেনগুপ্ত ,স্বপন ব্যানার্জী,মানস মুখার্জী সহ অন্যান্যরা । দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে ৩ জন যুবতী সহ ৩০ যুবক-যুবতী রক্তদান করেছেন । 



No comments:

Post a Comment