Tuesday 5 September 2017

পুলিশী বাধা অতিক্রম করে বন্যা ত্রাণে অর্থ সংগ্রহ হল ইস্পাতনগরীতে ।


                                            ( ছবি – কবিরঞ্জন দাসগুপ্ত )

দুর্গাপুর , ৫ই সেপ্টেঃ : গত রবিবার ( ৩রা সেপ্টেঃ ) ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে রাজ্যে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিপর্যস্ত লক্ষ লক্ষ মানুষের স্বার্থে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ও পার্টির ২নং এরিয়া কমিটি উদ্যোগে বন্যা ত্রাণে অর্থ সংগ্রহ করতে গেলে পুলিশ বাধা দেয় । বিনা অনুমতিতে বন্যা ত্রাণে অর্থ সংগ্রহ করা যাবে না – এই বলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ । কিন্তু বাধা উপেক্ষা করে অর্থ সংগ্রহের কাজ চালিয়ে যাওয়া হয় । বিপুল সারা মেলে । দোকানদার-ক্রেতা – পথচারীদের স্বতঃস্ফূর্ত দানে মাত্র দু ঘন্টায় ১৫ হাজার টাকা সংগ্রীহিত হয় । পার্টির বর্ধমান ( পশ্চিম ) জেলা সাংগঠনিক কমিটির সদস্য সন্তোষ দেবরায় জানিয়েছেন যে গোটা ইস্পাতনগরী জুড়ে বন্যা ত্রাণে অর্থ সংগ্রহ করা হবে । বন্যা ত্রাণে অর্থ সংগ্রহ করতে অন্যান্যদের সাথে উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায় , বিশ্বরূপ ব্যানার্জী , স্বপন ব্যানার্জী , দীপক ঘোষ , আল্পনা চৌধুরী , স্বপন সরকার প্রমূখ ।

No comments:

Post a Comment