Friday 1 September 2017

আন্তর্জাতিক শান্তি দিবসে যুদ্ধের বিরুদ্ধে,শান্তির পক্ষে ইস্পাতনগরীতে মহামিছিল ।



দুর্গাপুর,১লা সেপ্টেঃ : প্রতি বছরের মত এবারও “ ১লা সেপ্টেম্বর যুদ্ধবিরোধী-সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি”-র পক্ষ থেকে ১লা সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবসে যুদ্ধের বিরুদ্ধে,শান্তির পক্ষে ইস্পাতনগরীতে মহামিছিলের ডাক দেওয়া হয় । আশিষ মার্কেট থেকে পড়ন্ত বিকালে  মহামিছিল শুরু হয় । মিছিল শুরুর আগে আজকের বিশ্বে সাম্রাজ্যবাদী যুদ্ধ প্রচেষ্টা ও ভারত কে ক্রমান্বয়ে সেই প্রচেষ্টার অংশীদার করে তোলার জন্য মোদি সরকারের তীব্র সমালোচনা করে ও সাধারন মানুষের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে  শান্তি আন্দোলন জোরদার করার জন্য আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সি.আই.টি.ইউ এর রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ওবি-কনভেনর বিশ্বরূপ ব্যানার্জী ।
মহামিছিল ইস্পাতনগরীর এ’জোন ও বি’জোনের বিভিন্ন রাস্তা ঘুরে নিউটন পূজা ময়দানে শেষ হয় । মিছিল শেষে শপথবাক্য পাঠ করান হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের অ্যালয় স্টিল শাখার  ওবি-কনভেনর মলয় ভট্টাচার্য । মিছিলে উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় সহ গন-আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ ।









No comments:

Post a Comment