Monday 11 September 2017

১৭টি বামপন্হী সংগঠনের ডাকে ১২দফা দাবীতে আজ আসানসোলে গণ সমাবেশে জনজোয়ার ।




দুর্গাপুর,১১ই সেপ্টেঃ : আজ বিকালে আসানসোলের জেলা লাইব্রেরীর ময়দানের সংহতি মঞ্চে ১৭টি বামপন্হী সংগঠনের ডাকে ১২দফা দাবীতে আজ আসানসোলে গণ সমাবেশে জনজোয়ার সৃষ্টি হয় । বর্ধমান ( পশ্চিম ) জেলার এই কেন্দ্রীয় সমাবেশে সম কাজে সম বেতন , বন্ধ কল-কারখানা খোলা , বেকারদের জন্য কাজ সৃষ্টি সহ ১২ দফা দাবীতে , জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ  যোগ দেন । দাবী পত্র উথ্থাপন করেন বীরেশ্বর মন্ডল । জেলার শিল্পাঞ্চলের করুণ অবস্হার কথা তুলে ধরেন জেলার বামফ্রন্টের আহ্বায়ক বংশগোপাল চৌধুরী । একই সাথে তিনি কৃষি ও কৃষকের জীবনের ভয়াবহ পরিস্হিতির কথা তুলে ধরে কেন্দ্র ও রাজ্য সরকারের তুলোধোনা করেন । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান ( পশ্চিম ) জেলা সাংগঠনিক কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী  একই সাথে পঃ বঙ্গে শ্রমজীবি মানুষের উপরে তৃণমূলের চরম অগনতান্ত্রিক আক্রমনের কথা স্মরন করিয়ে দিয়ে, শ্রমজীবি মানুষের জীবন-জীবিকা ,গনতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আর.পি.সিং ( সি.পি.আই),বিধুভূষন চৌধুরী ( আর.এস.পি),ওয়াসিমূল হক ( আসানসোল পৌরসভার বিরোধী দলনেতা ) ও ভবানী আচার্য ( ফঃ বঃ ) । সমাবেশ চলাকালীন প্রতিনিধি দল গিয়ে ডিএম এর কাছে দাবী-সম্বলিত স্মারকলিপি জমা দেয় । সমাবেশে সভাপতিত্ব করেন বংশগোপাল চৌধুরী ।










No comments:

Post a Comment