দুর্গাপুর,৩০শে সেপ্টে ঃ আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর ডিভিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ২ আঞ্চলিক কমিটির ১০-তম সম্মেলন । ১৫-জনের নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সোমনাথ গাঙ্গুলি ও সীমান্ত তরফদার । সম্মেলনে বিশিষ্ট কবি মৃণাল বন্দ্যোপাধ্যায়ের কাব্যগ্রন্হ ‘চলা-পথের দু’টি পাশে’ প্রকাশিত হয় ।
Sunday, 30 September 2018
Saturday, 29 September 2018
দুর্গাপুর কে দুর্বৃত্তদের নগরীতে পরিনত করার চক্রান্তের বিরুদ্ধে লড়াই গড়ে তোলার আহ্বান জানালো সিপিআইএম ।
দুর্গাপুর,২৯শে সেপ্টেঃ : গত ২০১১ সালের ‘পরিবর্তন‘ এর নামে রাজনৈতিক পট-পরিবর্তন
এর সাথে সাথে দুর্গাপুর জুড়ে শুরু হয়ে যায় শাসক তৃণমূলের সমাজবিরোধী- দুর্বৃত্তদের বিভৎস তাণ্ডব । আক্রান্ত হয় মূলতঃ সিপিআইএম
সহ বামপন্হিরা । এক সিপিইএম দম্পতি কে খুন করা হয় ভিরিঙ্গী অঞ্চলে । শ’য়ে শ’য়ে কর্মি-নেতা
শারীরিক আক্রমনের শিকার হন । অনেকের অঙ্গহানি হয় । একটার পর একটা সিপিইএম এর পার্টি
অফিস ও বিভিন্ন গন-সংগঠনের দফ্তর দখল, ভাঙ্গচূর অথবা তালা মেরে বন্ধ করে দেওয়া হয় ।
মারাত্মক আঘাত নেমে আসে জীবিকার ওপরে । সিআইটিইউ করার অপরাধে কয়েক হাজার ঠিকা শ্রমিক
কাজের জায়গা থেকে উৎখাত হয়ে যান । কেবল মাত্র দুর্গাপুর ইস্পাত কারাখানা থেকে উৎখাত
হয়ে যান সাড়ে তিন হাজার ঠিকা শ্রমিক । সমবায় নির্বাচন থেকে শ্রমিক ইউনিয়ন স্বীকৃতি
নির্বাচন সবক্ষেত্রে চলেছে তৃণমূলের সমাজবিরোধী- দুর্বৃত্তদের নেতৃত্বে অবাধ ভোট-লুঠ
যা চরমে ওঠে গত ২০১৭ সালের ১৩ই আগষ্ট পৌর নির্বাচনের দিন । প্রায় ১৫ হাজার বহিরাগত
সমাজবিরোধী- দুর্বৃত্তদের জড়ো করে পুরোপুরি ভোট-জালিয়াতি করে তৃণমূল দুর্গাপুর পৌরসভার
দখল নেয় । শাসক তৃণমূলের রাজনৈতিক দুর্বৃত্বায়নের পুরোপুরি সুযোগ ভোগ করে ফায়দা তুলছে
সমাজবিরোধী- দুর্বৃত্তরা । একদিকে চলছে কয়লা-বালি-স্ক্র্যাপ মাফিয়াদের অবাধ কারবার
। রমরমিয়ে চলছে মদ-গাঁজার অবৈধ ব্যবসা । পরিকল্পিত ইস্পাতনগরী সহ গোটা দুর্গাপুর জুড়ে
চলছে জমি-মাফিয়াদের পরিকল্পিত জমি-লুঠ । লুঠ হচ্ছে বন্ধ কারখানার যন্ত্রপাতি – কারখানার
শেড । তোলাবাজির শিকার সাধারন মানুষ থেকে ব্যবসায়ী । খুন-জখম-ছিনতাই-রাহাজানি থেকে
ডাকাতি-শ্লিলতাহানি-ধর্ষনের মত অপরাধ বেড়েই চলেছে । এই সুযোগে সাম্প্রদায়িক শক্তি শহরের
নির্দিষ্ট কিছু জায়গা কে লক্ষ্যবস্তু করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছে
। সামনে উৎসবের মরসুমে সাধারন আইন-শৃংখলা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি – প্রতিটি বিষয়
ঘিরে নাগরিক উদ্বেগে তৈরি হয়েছে । অন্য দিকে
পুলিশ দলদাসের মত আচরন করছে ।
সিপিআইএম এর নেতা-কর্মিদের অসংখ্য
মিথ্যা মামলা করছে । অথচ শাসকদলের সমাজবিরোধী- দুর্বৃত্তদের বিরুদ্ধে কোন ব্যবস্হা
নিচ্ছে না । সাধারন মানুষ বিভিন্ন ভাবে পুলিশ ও সিভিক পুলিশের হাতে হেনস্হা-নির্যাতন
ভোগ করছে । আজ বিকালে সিপিআইএম এর দুর্গাপুর
ইস্পাত ১,২,৩ এবং দুর্গাপুর পশ্চিম ১ ও ২ এরিয়া কমিটির পক্ষ থেকে দুর্গাপুর থানায় যৌথ
ভাবে বিক্ষোভ-কর্মসূচি পালন করা হয় । বিক্ষোভ-কর্মসূচি চলাকালিন এক প্রতিনিধি দল স্মারকলিপি
জমা দিয়ে আসন্ন উৎসবের মরসুমে সাধারন আইন-শৃংখলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা,মাফিয়াদের
বিরুদ্ধে কড়া ব্যবস্হা গ্রহন , রাজনৈতিক কর্মি ও সাধারন মানুষের উপরে পুলিশ ও সিভিক
পুলিশের হাতে হেনস্হা-নির্যাতন বন্ধ এবং রাজনৈতিক দলের কার্যকলাপ চালানোর জন্য তৃণমূলের
সন্ত্রাসের বিরুদ্ধে আইন সংগত ব্যবস্হা নেওয়ার দাবি জানানো হয় । সমাবেশে নেতৃবৃন্দের
পক্ষে পুলিশ-প্রশাসন কে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে জনগন সঠিক পদক্ষেপ নেবে
বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয় । বক্তব্য রেখেছেন বিপ্রেন্দু চক্রবর্তী,সন্তোষ দেবরায়
,মহাদেব পাল,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ ও আল্পনা চৌধুরী ।
Monday, 24 September 2018
কর্তৃপক্ষের একতরফা অস্বাভাবিক বিদ্যুৎ মাসুল বৃদ্ধি ঘোষনায় ক্ষোভের আগুন ছড়াচ্ছে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টে ।
দুর্গাপুর,২৪শে সেপ্টেঃ : গত ১৫ই সেপ্টেঃ , দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনের পক্ষে জারি করা
বিদ্যুৎ মাসুল বৃদ্ধি সংক্রান্ত দুটি সার্কুলার ঘিরে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল
প্ল্যান্টের শ্রমিক-কর্মচারি-অবসরপ্রাপ্ত সহ ইস্পাতনগরীর অন্যান্য বিদ্যুৎ গ্রাহকদের
মধ্যে বিক্ষোভ চরমে উঠেছে । সার্কুলারে রাজ্য সরকারের বিদ্যুৎ মাসুল নির্ধারনকারি সংস্হা
ডব্লু.বি.ই.আর.সি ( ওয়েষ্ট বেঙ্গল ইলেক্ট্রিসিটি রেগুলেটারি কমিশন ) এর আদেশ অনুসারে
ডব্লু.বি.এস.ই.ডি.সি.এল (ওয়েষ্ট বেঙ্গল ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউ্যুশন কোম্পানি লিমিটেড
) যে বিদ্যুৎ মাসুল ২০১৫ সালে নির্ধারিত করেছে এবং ২০১৬ সালে পরিবর্তিতি হারে মাসুল
নির্ধারিত করেছে, সেই অনুসারে কোয়ার্টারে বসবাস করে এমন কর্মরত ইস্পাত শ্রমিক-কর্মচারি-অন্যানরা বসবাস করেন তাদের
কে বর্ধিত হারে ২০১৪-১৫ সাল থেকে বর্ধিত হারে বিদ্যুৎ মাসুল ( এরিয়ার সহ ) গুনতে হবে
। এক্ষেত্রে কর্মরতদের বিদ্যুৎ মাসুলের হার হবে ৫.০৪ টাকা/প্রতি ইউনিট ( ২০১৪-১৫ ও
২০১৫-১৬ সাল ) এবং ৫.৪৫ টাকা/প্রতি ইউনিট ( ২০১৬-১৭ ও ২০১৭-১৮) । আগামী নভেম্বর মাস
থেকে ১২ মাসের ইনস্টলমেন্টে এরিয়ার কাটা হবে ।
অপর দিকে বহিরাগতদের জন্য অর্থাৎ অবসরপ্রাপ্ত ও লিজ-লাইসেন্সিং কোয়ার্টারে বসবাসকারিদের
জন্য পরিবর্তিত বিদ্যুৎ মাসুলের হার হবে ৬.৪১ টাকা/প্রতি ইউনিট ( ০১/০৪/২০১৬ থেকে ৩০/০৩/২০১৮ )।
এর বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছে ইস্পাত শ্রমিক-কর্মচারিদের ট্রেড ইউনিয়ন গুলির
যৌথ মোর্চা । আজ যৌথ মোর্চার ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে (
টি.এ.বিল্ডিং ) এক বিশাল প্রতিবাদ সভায় যৌথ মোর্চার নেতৃত্ব কর্তৃপক্ষ কে কড়া হুঁশিয়ারি
দিয়ে জানিয়েছে যে অবিলম্বে এই ‘বেআইনি‘ মাসুল বৃদ্ধি প্রত্যাহার করতে হবে । কারন দুর্গাপুর ইস্পাত কারখানার বিদ্যুৎ গ্রাহকরা কোনভাবেই
রাজ্য সরকারের বিদ্যুৎ মাসুল নির্ধারনকারি সংস্হা ডব্লু.বি.ই.আর.সি ( ওয়েষ্ট বেঙ্গল
ইলেক্ট্রিসিটি রেগুলেটারি কমিশন ) এর আওতাধীন নয় । এছাড়া গত এন.জে.সি.এস এর চুক্তির
পরিপন্হি এই মাসুল বৃদ্ধি । এমনকি দুর্গাপুর ইস্পাত কারখানার ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট
যখন রাষ্ট্রায়ত্ব এন.এস.পি.সি.এল এর অধীনে যায় সেই সময়ের চুক্তিরও পরিপন্হি এই মাসুল বৃদ্ধি । অপরদিকে বিদ্যুৎ মাসুল সংক্রান্ত
একটি মামলা এই সময়ে কেন্দ্রিয় ট্র্যাইবুনালে চলছে । প্রশ্ন উঠেছে বিচারাধীন অবস্হায়
থাকা বিদ্যুৎ মাসুল কর্তৃপক্ষ কি ভাবে বাড়াতে পারে ? সমাবেশ চলাকালিন যৌথ মোর্চার এক
প্রতিনিধি দল কর্তৃপক্ষ কে বর্ধিত বিদ্যুৎ মাসুল সংক্রান্ত সার্কুলার দুটি অবিলম্বে
প্রত্যাহারের দাবি জানিয়ে স্মারক লিপি জমা দেন । সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী
, সীমান্ত চ্যাটার্জী ( সি.আই.টি.ইউ ),অসীম সাহা ( আই.এন.টি.ইউ.সি ),শম্ভু প্রামানিক,বিশ্বজিত
রায় ( এ.আই.টি.ইউ.সি),সব্যসাচী গোস্বামী ( এ.আই.ইউ.টি.ইউ.সি) ও মানস চ্যাটার্জী ( বি.এম.এস
) ।
Sunday, 23 September 2018
ইস্পাতনগরীতে ‘অধিকার যাত্রা’-র পদযাত্রা শেষ হল ।
দুর্গাপুর,২৩শে সেপ্টেঃ : আজ ইস্পাতনগরীতে ‘অধিকার যাত্রা’ পদযাত্রার শেষ দিনে এ-জোন ও বি-জোনে
দুটি পৃথক পদযাত্রা হয় । এ-জোনের পদযাত্রা মীরাবাঈ রোড থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা
ঘুরে ট্রাঙ্ক রোড রোটারিতে শেষ হয় । নেতৃত্বে ছিলেন কাজল চ্যাটার্জী , দিপক ঘোষ,নিমাই
ঘোষ প্রমূখ । বি-জোনের পদযাত্রা বি-জোন পোষ্ট অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে
চন্ডিদাস বাজারে শেষ হয় । নেতৃত্বে ছিলেন সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত , স্বপন ব্যানার্জী
প্রমূখ ।
Saturday, 22 September 2018
দুর্গাপুরে অভূতপূর্ব ছাত্র ধর্মঘট কে ভাঙ্গতে গ্রেফ্তার ছাত্র নেতাদের ছাড়তে বাধ্য হল পুলিশ ।
দুর্গাপুর,২২শে সেপ্টেঃ : ইসলামপুরে পুলিশের গুলিচালনায় ছাত্র মৃত্যুর প্রতিবাদে
বামপন্হি ছাত্র সংগঠন গুলির ডাকা আজকের ছাত্র ধর্মঘটে অভূতপূর্ব সারা পড়েছে দুর্গাপুর
শিল্পাঞ্চলে । অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা ধর্মঘটে সাড়া দেয় । মুষ্টিমেয়
শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ছাত্র-ছাত্রী এলেও,কিছুক্ষন চলার পরে ছুটি হয়ে যায় । এদিকে
ধর্মঘট সফল হওয়া ক্ষিপ্ত পুলিশ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ-রত এস.এফ.আই এর পশ্চিম বর্ধমান
জেলার সম্পাদক মৈনাক চ্যাটার্জী সহ এস.এফ.আই এর ১৮ জন নেতা-নেত্রী কে গ্রেফ্তার করে
ইস্পাতনগরীর অরবিন্দ অ্যাভেন্যু তে দুর্গাপুর থানায় নিয়ে আসে । গ্রেফ্তার হওয়া ছাত্র
নেতারা থানার মধ্যেই সরকার-বিরোধী শ্লোগান দিতে থাকেন । ছাত্র খবর পেয়ে ছুটে যান গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ
সন্তোষ দেবরায় , মহাদেব পাল,মহাব্রত কুন্ডু, সুবীর সেনগুপ্ত , পঙ্কজ রায় সরকার ,শ্যামা
ঘোষ, বিশ্বরূপ ব্যানার্জী সহ অন্যান্যরা । ছুটে আসেন ইস্পাত
শ্রমিক সহ অন্যান্যরা । পুলিশ প্রথমে ছেড়ে দিতে অস্বীকার করলেও গণ-রোষের আশংকায় পরে ১৮ জন কেই ছেড়ে দিতে বাধ্য হয়
। সন্ধ্যায় ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে ছাত্র
মৃত্যুর প্রতিবাদে এক বিশাল সভায় বক্তব্য রেখেছেন শ্রমিক নেতা কবিরঞ্জন দাসগুপ্ত,স্বপন
মজুমদার ও এস.এফ.আই এর পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক মৈনাক চ্যাটার্জী ।
Thursday, 20 September 2018
ইস্পাতনগরীতে ‘অধিকার যাত্রা’-য় বিশাল বাইক মিছিল ।
দুর্গাপুর,২০শে সেপ্টেঃ : আজ বিকালে ইস্পাতনগরীর এ-জোনের চিত্তব্রত মজুমদার
ভবন সংলগ্ন ট্রাঙ্ক রোড ফুটবল ময়দান থেকে ‘অধিকার যাত্রা’-য় একটি বিশাল বাইক মিছিল
শুরু । ঝাণ্ডা দেখিয়ে মিছিলের সূচনা করেন পশ্চিম বর্ধমান জেলার গণ-আন্দোলনের অন্যতম
নেতৃত্ব গৌরাঙ্গ চ্যাটার্জী ও দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় । উপস্হিত
ছিলেন সুবীর সেনগুপ্ত , বিশ্বরূপ ব্যানার্জী,দিপক ঘোষ,নিমাই ঘোষ,সীমান্ত চ্যাটার্জী
সহ গণ-আন্দোলনের নেতৃত্ব । এই বাইক মিছিল ইস্পাতনগরীর এ-জোন ও বি-জোন এর বুথ গুলি ঘুরে
যায় ইস্পাতনগরী সংলগ্ন হাজরা পাড়া – মহুয়াবাগান – শোভাপুর ও বিজড়া গ্রামে । ফিরে এসে
মিছিল যায় সেপকো – সেইল কো-অপঃ – সি.এম.আর.আই. এবং সি-জোনে । ৩৫ কিমি পথ অতিক্রম করে
বাইক মিছিল যখন শেষ হয় বি-জোন এর বি.টি.রণদিভে ভবনে । তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে
। রাস্তায় জ্বলে উঠেছে আলো ।
Wednesday, 19 September 2018
যৌথ মোর্চার ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের বিশাল বিক্ষোভ সমাবেশ।
দুর্গাপুর,১৯শে সেপ্টেঃ – আজ সকালে
দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কর্স ) এর দফ্তরে ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মোর্চার
ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের
বিশাল বিক্ষোভ সমাবেশ হয় । অবিলম্বে বার্ষিক বোনাস,অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রির
প্রস্তাব বাতিল, দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের অবিলম্বে আধুনিকিকরন-সম্প্রসারন
ও প্রয়োজনীয় বিনিয়োগ , ট্রেনীদের প্রতি বঞ্চনা অবিলম্বে বন্ধ সহ অন্যান্য দাবিতে শ্রমিকরা
বিক্ষোভ দেখান । বিক্ষোভ চলাকালিন যৌথ মোর্চার এক প্রতিনিধি দল গিয়ে কর্তৃপক্ষের কাছে
দাবি সনদ জমা দেন । সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী ও স্বপন মজুমদার ( সি.আই.টি.ইউ ),সুব্রত ভট্টাচার্য (আই.এন.টি.ইউ.সি)
ও বিশ্বনাথ মন্ডল ( এ.আই.
টি.ইউ.সি) ।
ইস্পাতনগরীতে চলছে ‘অধিকারযাত্রা’ ।
দুর্গাপুর,১৯শে সেপ্টেঃ –বি.পি.এম.ও-র ডাকে
ইস্পাতনগরীতে চলছে ‘অধিকারযাত্রা’ । এই উদ্দেশ্যে আজ আরও একটি পদযাত্রা হয় ।
রামকৃষ্ণ এভিন্যু থেকে শুরু হয়ে এ’জোনের পশ্চিমাঞ্চলের
বিভিন্ন রাস্তা ঘুরে শেষ হয় ডিভিসি মোড়ে ।নেতৃত্বে ছিলেন নির্মল ভট্টাচার্য, কাজল চ্যাটার্জি
, দিপক ঘোষ প্রমূখ । সংকটের মুখে দাঁড়িয়ে আছে দুর্গাপুর । চলছে এএসপি-ডিএসপি বাঁচাও,দুর্গাপুর
বাঁচাও – দাবি সামনে রেখে সুদীর্ঘ লড়াই । এর লড়াই যুক্ত করে চলছে ‘অধিকারযাত্রা’-র দাবি সনদ আদায়ের জন্য পদযাত্রা
।
Sunday, 16 September 2018
ইস্পাতনগরীতে শুরু হল ‘অধিকারযাত্রা’ ।
দুর্গাপুর,১৬ই সেপ্টেঃ – আজ থেকে ইস্পাতনগরীতে শুরু হয়ে গেল বি.পি.এম.ও-র ডাকে
‘অধিকারযাত্রা’ । আজ এই উদ্দেশ্যে দু’টি পদযাত্রা
হয় । প্রথমটি দয়ানন্দ রোড – চৈতন্য এভিন্যু থেকে শুরু হয়ে এ’জোনের বিভিন্ন রাস্তা ঘুরে
শেষ হয় রবীন্দ্র ভবনে।নেতৃত্বে ছিলেন কাজল চ্যাটার্জি ,জীবন আইচ,নিমাই ঘোষ প্রমূখ ।
অপরটি কবিগুরু ২য় স্টপেজ থেকে শুরু হয়ে সেইল আবাসন অঞ্চলের বিভিন্ন রাস্তা ঘুরে শেষ
হয় কবিগুরু ২য় স্টপেজে । নেতৃত্বে ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী ,স্বপন সরকার
প্রমূখ ।
Monday, 10 September 2018
অ্যালয় স্টিল প্ল্যান্টে কে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার দাবি জানালো সি.আই.টি.ইউ ।
দুর্গাপুর,১০ই সেপ্টে ঃ কেন্দ্রিয় সরকার কে অবিলম্বে অ্যালয় স্টিল প্ল্যান্টের কৌশলগত বিলগ্নীকরনের রাস্তা
থেকে সরে আসার জন্য দাবি জানাল সি.আই.টি.ইউ । একই সাথের সেইলের অধীনে দুর্গাপুর অ্যালয়
স্টিল প্ল্যান্টের স্বাধীন অস্তিত্ব বজায় রেখে কারখানার উজ্জ্বল ভবিষ্যৎ কে সুরক্ষিত
করার জন্য অ্যালয় স্টিল প্ল্যান্টে কে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার দাবি জানালো সি.আই.টি.ইউ
। এই উদ্দেশ্যে উপযুক্ত বিনিয়োগের মাধ্যমে আধুনিকিকরন ও সম্প্রসারন করে কারখানায় ফিনিশড্
প্রোডাক্ট উৎপাদনের উপর জোড় দেওয়ার দাবি জানিয়েছে সি.আই.টি.ইউ । আজ কেন্দ্রিয় মন্ত্রি
বাবুল সুপ্রিয় ও ইস্পাত মন্ত্রকের ডেপুটি সেক্রেঃ অনিল কুমারের সাথে শ্রমিক প্রতিনিধি
ও কারখানার আধিকারিকদের বৈঠকে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের (সি.আই.টি.ইউ )পক্ষ
থেকে স্মারকলিপি পেশ করে এই দাবি জানানো হয় । ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন
গুরুপ্রসাদ ব্যানার্জী ও নব্যেন্দু সরকার ।
Sunday, 9 September 2018
বামপন্হি দল গুলির ডাকে সোমবারের হরতালে যোগ দেবেন ইস্পাত শ্রমিকরা।
দুর্গাপুর,৯ই সেপ্টেঃ : আগামীকাল বামপন্হি
দল গুলির ডাকে দেশব্যাপি হরতালে যোগ দেবেন দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার
শ্রমিকরা । হরতালের সমর্থনে জোড়দার প্রচার চলছে । প্রচার চলছে ইস্পাতনগরীতে । হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)-এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন
যে কোন রকমের বিভ্রান্তি ছাড়াই ইস্পাত শ্রমিকরা হরতাল কে সফল করবেন ।গতকাল,অ্যালয় স্টিল
প্ল্যান্টের টাইম অফিসে হরতালের সমর্থনে শ্রমিকদের সভায় বক্তব্য রেখেছেন বিজয় সাহা
ও নন্দদুলাল দাস ।
Saturday, 1 September 2018
আন্তর্জাতিক শান্তি দিবসে যুদ্ধের বিরুদ্ধে,শান্তির পক্ষে ইস্পাতনগরীতে মহামিছিল ।
দুর্গাপুর,১লা সেপ্টেঃ : প্রতি বছরের মত এবারও “ ১লা সেপ্টেম্বর যুদ্ধবিরোধী-সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি”-র পক্ষ থেকে ১লা সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবসে যুদ্ধের বিরুদ্ধে,শান্তির পক্ষে ইস্পাতনগরীতে মহামিছিলের ডাক দেওয়া হয় । আশিষ মার্কেট থেকে বিকালে মহামিছিল শুরু হয় । মিছিল শুরুর আগে আজকের বিশ্বে সাম্রাজ্যবাদী যুদ্ধ প্রচেষ্টা ও ভারত কে ক্রমান্বয়ে সেই প্রচেষ্টার অংশীদার করে তোলার জন্য মোদি সরকারের তীব্র সমালোচনা করে ও সাধারন মানুষের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে
শান্তির স্বপক্ষে আন্দোলন কে জোরদার করার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন , দুর্গাপুরের প্রাক্তন সাংসদ অধ্যাপক সাইদুল হক ও সি.আই.টি.ইউ এর রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ওবি-কনভেনর বিশ্বরূপ ব্যানার্জী ।
মহামিছিল ইস্পাতনগরীর এ’জোন ও বি’জোনের বিভিন্ন রাস্তা ঘুরে নিউটন পূজা ময়দানে শেষ হয় । মিছিল শেষে শপথবাক্য পাঠ করান দুর্গাপুরের প্রাক্তন সাংসদ অধ্যাপক সাইদুল হক । মিছিলে উপস্হিত ছিলেন গৌরাঙ্গ চ্যাটার্জী, দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়, সুবীর সেনগুপ্ত,আমির হায়দার,কাজল চ্যাটার্জী,স্বপন
ব্যানার্জী,মলয় ভট্টাচার্য সহ গন-আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।
Subscribe to:
Comments (Atom)







