Monday 10 September 2018

অ্যালয় স্টিল প্ল্যান্টে কে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার দাবি জানালো সি.আই.টি.ইউ ।






দুর্গাপুর,১০ই সেপ্টে ঃ কেন্দ্রিয় সরকার কে অবিলম্বে  অ্যালয় স্টিল প্ল্যান্টের কৌশলগত বিলগ্নীকরনের রাস্তা থেকে সরে আসার জন্য দাবি জানাল সি.আই.টি.ইউ । একই সাথের সেইলের অধীনে দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টের স্বাধীন অস্তিত্ব বজায় রেখে কারখানার উজ্জ্বল ভবিষ্যৎ কে সুরক্ষিত করার জন্য অ্যালয় স্টিল প্ল্যান্টে কে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার দাবি জানালো সি.আই.টি.ইউ । এই উদ্দেশ্যে উপযুক্ত বিনিয়োগের মাধ্যমে আধুনিকিকরন ও সম্প্রসারন করে কারখানায় ফিনিশড্ প্রোডাক্ট উৎপাদনের উপর জোড় দেওয়ার দাবি জানিয়েছে সি.আই.টি.ইউ । আজ কেন্দ্রিয় মন্ত্রি বাবুল সুপ্রিয় ও ইস্পাত মন্ত্রকের ডেপুটি সেক্রেঃ অনিল কুমারের সাথে শ্রমিক প্রতিনিধি ও কারখানার আধিকারিকদের বৈঠকে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের (সি.আই.টি.ইউ )পক্ষ থেকে স্মারকলিপি পেশ করে এই দাবি জানানো হয় । ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন গুরুপ্রসাদ ব্যানার্জী ও নব্যেন্দু সরকার ।

No comments:

Post a Comment