Saturday 29 September 2018

দুর্গাপুর কে দুর্বৃত্তদের নগরীতে পরিনত করার চক্রান্তের বিরুদ্ধে লড়াই গড়ে তোলার আহ্বান জানালো সিপিআইএম ।




দুর্গাপুর,২৯শে সেপ্টেঃ : গত ২০১১ সালের ‘পরিবর্তন‘ এর নামে রাজনৈতিক পট-পরিবর্তন এর সাথে সাথে দুর্গাপুর জুড়ে শুরু হয়ে যায় শাসক তৃণমূলের সমাজবিরোধী- দুর্বৃত্তদের বিভৎস তাণ্ডব । আক্রান্ত হয় মূলতঃ সিপিআইএম সহ বামপন্হিরা । এক সিপিইএম দম্পতি কে খুন করা হয় ভিরিঙ্গী অঞ্চলে । শ’য়ে শ’য়ে কর্মি-নেতা শারীরিক আক্রমনের শিকার হন । অনেকের অঙ্গহানি হয় । একটার পর একটা সিপিইএম এর পার্টি অফিস ও বিভিন্ন গন-সংগঠনের দফ্তর দখল, ভাঙ্গচূর অথবা তালা মেরে বন্ধ করে দেওয়া হয় । মারাত্মক আঘাত নেমে আসে জীবিকার ওপরে । সিআইটিইউ করার অপরাধে কয়েক হাজার ঠিকা শ্রমিক কাজের জায়গা থেকে উৎখাত হয়ে যান । কেবল মাত্র দুর্গাপুর ইস্পাত কারাখানা থেকে উৎখাত হয়ে যান সাড়ে তিন হাজার ঠিকা শ্রমিক । সমবায় নির্বাচন থেকে শ্রমিক ইউনিয়ন স্বীকৃতি নির্বাচন সবক্ষেত্রে চলেছে তৃণমূলের সমাজবিরোধী- দুর্বৃত্তদের নেতৃত্বে অবাধ ভোট-লুঠ যা চরমে ওঠে গত ২০১৭ সালের ১৩ই আগষ্ট পৌর নির্বাচনের দিন । প্রায় ১৫ হাজার বহিরাগত সমাজবিরোধী- দুর্বৃত্তদের জড়ো করে পুরোপুরি ভোট-জালিয়াতি করে তৃণমূল দুর্গাপুর পৌরসভার দখল নেয় । শাসক তৃণমূলের রাজনৈতিক দুর্বৃত্বায়নের পুরোপুরি সুযোগ ভোগ করে ফায়দা তুলছে সমাজবিরোধী- দুর্বৃত্তরা । একদিকে চলছে কয়লা-বালি-স্ক্র্যাপ মাফিয়াদের অবাধ কারবার । রমরমিয়ে চলছে মদ-গাঁজার অবৈধ ব্যবসা । পরিকল্পিত ইস্পাতনগরী সহ গোটা দুর্গাপুর জুড়ে চলছে জমি-মাফিয়াদের পরিকল্পিত জমি-লুঠ । লুঠ হচ্ছে বন্ধ কারখানার যন্ত্রপাতি – কারখানার শেড । তোলাবাজির শিকার সাধারন মানুষ থেকে ব্যবসায়ী । খুন-জখম-ছিনতাই-রাহাজানি থেকে ডাকাতি-শ্লিলতাহানি-ধর্ষনের মত অপরাধ বেড়েই চলেছে । এই সুযোগে সাম্প্রদায়িক শক্তি শহরের নির্দিষ্ট কিছু জায়গা কে লক্ষ্যবস্তু করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছে । সামনে উৎসবের মরসুমে সাধারন আইন-শৃংখলা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি – প্রতিটি বিষয় ঘিরে নাগরিক উদ্বেগে তৈরি  হয়েছে । অন্য দিকে পুলিশ দলদাসের মত আচরন করছে । সিপিআইএম এর নেতা-কর্মিদের অসংখ্য মিথ্যা মামলা করছে । অথচ শাসকদলের সমাজবিরোধী- দুর্বৃত্তদের বিরুদ্ধে কোন ব্যবস্হা নিচ্ছে না । সাধারন মানুষ বিভিন্ন ভাবে পুলিশ ও সিভিক পুলিশের হাতে হেনস্হা-নির্যাতন ভোগ করছে ।  আজ বিকালে সিপিআইএম এর দুর্গাপুর ইস্পাত ১,২,৩ এবং দুর্গাপুর পশ্চিম ১ ও ২ এরিয়া কমিটির পক্ষ থেকে দুর্গাপুর থানায় যৌথ ভাবে বিক্ষোভ-কর্মসূচি পালন করা হয় । বিক্ষোভ-কর্মসূচি চলাকালিন এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিয়ে আসন্ন উৎসবের মরসুমে সাধারন আইন-শৃংখলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা,মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্হা গ্রহন , রাজনৈতিক কর্মি ও সাধারন মানুষের উপরে পুলিশ ও সিভিক পুলিশের হাতে হেনস্হা-নির্যাতন বন্ধ এবং রাজনৈতিক দলের কার্যকলাপ চালানোর জন্য তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আইন সংগত ব্যবস্হা নেওয়ার দাবি জানানো হয় । সমাবেশে নেতৃবৃন্দের পক্ষে পুলিশ-প্রশাসন কে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে জনগন সঠিক পদক্ষেপ নেবে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয় । বক্তব্য রেখেছেন বিপ্রেন্দু চক্রবর্তী,সন্তোষ দেবরায় ,মহাদেব পাল,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ ও আল্পনা চৌধুরী ।












No comments:

Post a Comment