Saturday 22 September 2018

দুর্গাপুরে অভূতপূর্ব ছাত্র ধর্মঘট কে ভাঙ্গতে গ্রেফ্তার ছাত্র নেতাদের ছাড়তে বাধ্য হল পুলিশ ।




দুর্গাপুর,২২শে সেপ্টেঃ : ইসলামপুরে পুলিশের গুলিচালনায় ছাত্র মৃত্যুর প্রতিবাদে বামপন্হি ছাত্র সংগঠন গুলির ডাকা আজকের ছাত্র ধর্মঘটে অভূতপূর্ব সারা পড়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলে । অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা ধর্মঘটে সাড়া দেয় । মুষ্টিমেয় শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ছাত্র-ছাত্রী এলেও,কিছুক্ষন চলার পরে ছুটি হয়ে যায় । এদিকে ধর্মঘট সফল হওয়া ক্ষিপ্ত পুলিশ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ-রত এস.এফ.আই এর পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক মৈনাক চ্যাটার্জী সহ এস.এফ.আই এর ১৮ জন নেতা-নেত্রী কে গ্রেফ্তার করে ইস্পাতনগরীর অরবিন্দ অ্যাভেন্যু তে দুর্গাপুর থানায় নিয়ে আসে । গ্রেফ্তার হওয়া ছাত্র নেতারা থানার মধ্যেই সরকার-বিরোধী শ্লোগান দিতে থাকেন ।  ছাত্র খবর পেয়ে ছুটে যান গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ সন্তোষ দেবরায় , মহাদেব পাল,মহাব্রত কুন্ডু, সুবীর সেনগুপ্ত , পঙ্কজ রায় সরকার ,শ্যামা ঘোষ,   বিশ্বরূপ ব্যানার্জী সহ অন্যান্যরা । ছুটে আসেন ইস্পাত শ্রমিক সহ অন্যান্যরা । পুলিশ প্রথমে ছেড়ে দিতে অস্বীকার করলেও  গণ-রোষের আশংকায় পরে ১৮ জন কেই ছেড়ে দিতে বাধ্য হয় । সন্ধ্যায় ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে  ছাত্র মৃত্যুর প্রতিবাদে এক বিশাল সভায় বক্তব্য রেখেছেন শ্রমিক নেতা কবিরঞ্জন দাসগুপ্ত,স্বপন মজুমদার ও এস.এফ.আই এর পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক মৈনাক চ্যাটার্জী । 












No comments:

Post a Comment