Monday 2 March 2020

প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও দুর্গাপুরের ইস্পাত শ্রমিক আন্দোলনের সেনানি রামরূপ প্রসাদ (চাচা) ।




দুর্গাপুর,২রা মার্চ : আজ সকালে রামরূপ প্রসাদ, দুর্গাপুরের ইস্পাত শ্রমিক আন্দোলনে ‘চাচা’ নামে বিশেষ পরিচিত, তাঁর জে সি বোসের বাসভবনে প্রয়াত হন। দুপুরে তাঁর মরদেহ বি.টি.রণদিভে ভবনে নিয়ে আসা হলে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মরদেহে মাল্যদান করেন বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত, সুখময় বোস,জি এস দাস,পি.কে.দাস,ললিত মিশ্র,মলয় ভট্টাচার্য,সীমান্ত চ্যাটার্জি,স্বপন মজুমদার প্রমুখ । পরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে ।
 সংক্ষিপ্ত জীবনী : রামরূপ প্রসাদ ১৯২২ সালের ২১ ফেব্রুয়ারি।বিহারের মোতিহারী জেলার ঘুসিয়ার গ্রামের এক সাধারণ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জীবিকার তাড়নায় ১৯৩৯ সালে তৎকালীন পূর্ব বঙ্গের ময়মনসিংহে চটকলে চাকরি করেন। চট্টগ্রামের ডকে কিছু দিন কাজ করেন। এরপর হুগলি-ব্যারাকপুর শিল্পাঞ্চলে নানা রকম কাজ করেন। সেখান থেকে চলে যান জামশেদপুরে এবং টাটা স্টীলে যোগ দেন। সেখানে শ্রমিক আন্দোলনে যুক্ত হন। সে যুগে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনেও তিনি অংশগ্রহণ করেন। অবশেষে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরি হলে সেখানে এসে চাকরিতে যোগ দেন এস.এম.এস. বিভাগে এবং হিন্দুস্তান স্টীল এমপ্লয়িজ ইউনিয়নে(সি.আই.টি.ইউ) এর সদস্যপদ গ্রহন করেন । অবসর গ্রহনের পরে ইউনিয়নের সর্বক্ষণের কর্মী হিসাবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বার্ধক্য জনিত কারণে গত কয়েকটা বছর দুর্বল হয়ে পড়েন। ২০১৭ সালে ইউনিয়ন দপ্তর তৃণমূল কংগ্রেস গুণ্ডাদের দ্বারা আক্রান্ত হলে তিনি শারীরিক নিগ্রহের শিকার হন। কিন্তু এক মুহূর্তের জন্যও মাথা নত করেননি। এই প্রজন্মের শ্রমিকদের কাছে রামরূপ চাচা ছিলেন অভিভাবক-স্বরূপ।

No comments:

Post a Comment