Monday 16 March 2020

সেইল-আরআইএনএল এ বকেয়া বেতনচুক্তির দাবীতে লাগাতার আন্দোলনের ডাক দিল সি.আই.টি.ইউ ।




দুর্গাপুর ১৬ মার্চ: বেতনচুক্তির দাবীতে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মূর্তির সামনে বিক্ষোভ দেখালো হিন্দুস্থান স্টিল এমপ্লিইজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ)। গত ১লা জানুয়ারী, ২০১৭ থেকে সেইল কর্মচারীদের বেতনচুক্তি বকেয়া হলেও কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ বিষয়ে নীরব। দুর্গাপুর ইস্পাত কর্তপক্ষের কাছে ধারাবাহিক বিক্ষোভ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ধারাবাহিক আন্দোলনের সিদ্ধান্ত নিল হিন্দুস্থান স্টিল এমপ্লিইজ ইউনিয়ন।
বেতনচুক্তি সম্পর্কিত ইউনিয়নের দশ দফা দাবী পত্র:
১) বেতন চুক্তিকে লাভ/ লোকসানের সাথে যুক্ত করা যাবে না।
২) বৈষম্য না করে অবিলম্বে ঘর ভাড়া ভাতার ফয়সালা করতে হবে।
৩) এনজেসিএস চুক্তি মোতাবেক বেতনের ৬% হারে এবং ২০১৪ সালের পর যোগদানকারী শ্রমিকদের বেতনের ৯% টাকা পেনশন খাতে দিতে হবে।
৪) বেতন চুক্তির মেয়াদ পাঁচ বছর রাখতে হবে।
৫) ঠিকা শ্রমিকদের নতুন বেতন কাঠামোর চুক্তি করতে হবে।
৬) স্থায়ী শ্রমিকদের পূর্বের মত এস-১, ২ ও ৬ গ্রেডে নিয়োগ করতে হবে।
৭) এস-১২ ও এস-১৩ গ্রেড চালু করতে হবে।
৮) নূন্যতম বেতন বৃদ্ধি ৩০% করতে হবে।
৯) স্বাস্থ্য ব্যবহার ধারাবাহিক উন্নতি করতে হবে।
১০) শিক্ষা পরিকাঠামোর সুষ্ঠ নিষ্পত্তি করতে হবে।
হিন্দুস্থান স্টিল এমপ্লিইজ ইউনিয়নের সম্পাদকমন্ডলীর আহ্বায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় জানান এই দাবীর ভিত্তিতে আগামী ১৮ মার্চ ইডি(ওয়ার্কর্স) দপ্তরে এবং ১৯ মার্চ সিইও দপ্তরে বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়া হয়েছে।






No comments:

Post a Comment