Monday 23 March 2020

ইস্পাতনগরীতে পালিত হল শহিদ ভগত সিং – শুকদেব – রাজগুরুর আত্মবলিদান দিবস ।




দুর্গাপুর,২৩শে মার্চ : আজকের দিনে ১৯৩১ সালে ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করার অপরাধে ফাঁসির যুপকাষ্ঠে প্রান দিয়েছিলেন বিপ্লবী শহিদ ভগত সিং–শুকদেব–রাজগুরু।করোনার আতঙ্কের মধ্যেই আজ ইস্পাতনগরীর আশিস-জব্বার ভবন ও বি.টি.রণদিভে আত্মবলিদান দিবস উপলক্ষ্যে ভগত সিং এর প্রতিকৃতি মাল্যদান করে শহিদ-ত্রয়ের প্রতি শ্রদ্ধা জানানো হয় । প্রতিকৃতিতে মাল্যদান করেন সন্তোষ দেবরায়,কাজল চ্যাটার্জি,দিপক ঘোষ সহ অন্যান নেতৃবৃন্দ ।

No comments:

Post a Comment