Monday 16 March 2020

সিএএ-এনআরসি-এনপিআর মানুষের অধিকার কেড়ে নিয়ে বহুজাতিক সংস্হার কাছে সস্তায় শ্রমশক্তি জোগানোর গভীর ষড়যন্ত্র : শমিক লাহিড়ি



দুর্গাপুর,১৬ই মার্চ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিস-জব্বার ভবনের ময়দানে সিএএ-এনআরসি-এনপিআর এক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র পঃ বঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শমিক লাহিড়ি এ কথা বলেন । তিনি আরও বলেন যে বিশ্বজোড়া পুঁজিবাদি অর্থনীতি গভীর সংকটে পড়েছে । কেন্দ্রের মোদি সরকার অর্থনীতির এই সংকট থেকে দেশ কে রক্ষা করার বদলে ধান্দার অর্থনীতির রাস্তা ধরে রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কে ধ্বংস করার মধ্য দিয়ে দেশের মানুষ কে চরম  সংকটের দিকে ঠেলে দিয়েছে । এর বিরুদ্ধে গড়ে ওঠা মানুষের ক্রমর্ধমান লড়াই-সংগ্রাম কে দুর্বল করার জন্য মানুষের মধ্যে বিভাজন করার লক্ষ্যে সিএএ-এনআরসি-এনপিআর কে হাতিয়ার করছে কেন্দ্রের মোদি সরকার । মানুষের নাগরিকত্ব কেড়ে নিয়ে অধিকারহীন করার মাধ্যমে মোদি সরকার বহুজাতিক সংস্হার কাছে সস্তায় শ্রমশক্তি জোগানোর গভীর ষড়যন্ত্র করছে । এর বিরুদ্ধে তিনি তীব্র ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান তিনি । এছাড়াও বক্তব্য রাখেন গৌরাঙ্গ চ্যাটার্জী ও সন্তোষ দেবরায় । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে এই আলোচনা সভার শুরুতে গণসঙ্গীত পরিবেশন মুক্তমঞ্জরী ও লহরী শিল্পীগোষ্ঠী । শমিক লাহিড়ি কে সম্বর্ধনা জানান দিপক ঘোষ ও রথিন রায় ।

















No comments:

Post a Comment