Friday 4 February 2022

হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর লাগাতার আন্দোলনের সাফল্য : ইস্পাতনগরীতে আধুনিক মানের জল ট্যাঙ্ক নির্মানে কর্তৃপক্ষ উদ্যোগী।

 


দুর্গাপুর,৪ঠা ফেব্রুঃ : আজ দুপুরে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনের সামনে কারখানার শ্রমিকরা দলে দলে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন । অবিলম্বে ডিএসপি ও এএসপির সমস্ত কোয়ার্টারের লিজ-লাইসেন্সিং এর সুযোগ কর্মরত ও অবসরপ্রাপ্তদের প্রদান,এছাড়াও এই সুযোগ ঠিকা – সমবায় – সহযোগি সংস্হার শ্রমিকদের জন্য প্রদান,ডিএসপি টাইনশিপ এবং সংলগ্ন অঞ্চলের সমস্ত অব্যবহৃত জমির লিজ প্রদানের মাধ্যমে রাজস্ব আদায়,লিজ-লাইসেন্স বাড়ীর মালিকদের সাথে ইউনিয়নদের উপস্হিতিতে যুক্তিগ্রাহ্য আলোচনার মাধ্যমে সমাধান সূত্র তৈরি,চিত্রালয় সিনেমা সহ ইস্পাতনগরীতে অব্যবহৃত প্রতিটি স্কুল-পার্ক-বাড়ী কে  দীর্ঘমেয়াদি ও বিশ্বাসযোগ্য ব্যাক্তি-গোষ্ঠী-সংস্হার হাতে লিজ দেওয়ার মাধ্যমে রাজস্ব আদায় বৃ্দ্ধি এবং ইস্পাতনগরীতে সুস্হ সামাজিক-সাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তোলা,অবিলম্বে ডাক্তার-নার্স-চিকিৎসা কর্মী নিয়োগ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম-পরিকাঠামো উন্নয়নের জন্য বিনিয়োগ সহ ৮-দফা দাবিতে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,প্রকাশতরু চক্রবর্তি ও প্রদ্যুত মুখার্জি ।বক্তারা দাবি মেটা না পর্যন্ত তীব্র লড়াই গড়ে তোলার জন্য শ্রমিক ঐক্য মজবুত করার আহ্বান জানান ।সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে ফয়সলার জন্য জোড়ালো দাবি জানান । পরে প্রতিনিধিদলের পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি সমাবেশে বক্তব্য রেখে জানান যে কর্তৃপক্ষের পক্ষ থেকে এক মাসের মধ্যে কোয়ার্টারের লিজ-লাইসেন্সিং এর দাবি পুরনের আশ্বাস মিলেছে । অন্যদিকে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর লাগাতার আন্দোলনের চাপে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ ইস্পাতনগরীতে ৪টি আধুনিক মানের জল ট্যাঙ্ক নির্মানে উদ্যোগী হওয়ার কথাও তিনি সমাবেশে জানান ।














No comments:

Post a Comment