Wednesday 10 April 2024

ইস্পাত শ্রমিকদের ও ইস্পাতনগরী এবং সংলগ্ন অঞ্চলের অধিবাসীদের লড়াই এর পাশে থাকার অঙ্গীকার করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআই-এম প্রার্থী।

 


দুর্গাপুর,১০ই এপ্রিল : আগামী ১৩ই মে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোট । এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত,ভারতের জাতীয় কংগ্রেসে সমর্থিত, সিপিআই-এম প্রার্থী ড. সুকৃতি ঘোষালের সমর্থনে ইতিমধ্যে দুর্গাপুর ইস্পাত,মিশ্র ইস্পাত কারখানা সহ ইস্পাতনগরী এবং সংলগ্ন অঞ্চলে দেওয়াল লিখন-মিছিল-সভা জোরকদমে চলেছে। আজ, সিপিআই-এম প্রার্থী ড. সুকৃতি ঘোষালের সমর্থনে, সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে ও বিকালে মিশ্র ইস্পাত কারখানায় সিআইটিইউ-আইএনটিইউসি-এআইটিইউসি এর পক্ষ থেকে আয়োজিত সমাবেশে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ উভয় কারাখানার শ্রমিক আন্দোলনের দাবি,আধুনিকীকরন-সম্প্রসারনের দাবি সংসদে জোড়ালো ভাবে তুলে ধরতে ড. সুকৃতি ঘোষাল কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। উভয় সমাবেশে বক্তব্য রেখে সিপিআই-এম প্রার্থী ড. সুকৃতি ঘোষাল জানান যে ইস্পাত শ্রমিক আন্দোলনের পাশে থাকার সুযোগ পেলে তিনি গর্বিত হবেন। পরে তিনি ইস্পাতনগরী দুই অন্যতম বাণিজ্য কেন্দ্র আশিস মার্কেট ও চন্ডিদাস বাজারে প্রচারে অংশ নিয়ে ক্রেতা-বিক্রতা সহ ইস্পাতনগরীর অধিবাসীদের বিভিন্ন অভাব-অভিযোগে নিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সাথে থাকার অঙ্গীকার করেন।পরে বিকালে ইস্পাতনগরীর সংলগ্ন দুর্গাপুর পৌরনিগমের ১নং ওয়ার্ডের কমলপুর থেকে ধোবিঘাট, সন্ধ্যায় ইস্পাতনগরীর বিদ্যাপতি-জয়দেব-ভারতী-নাগার্জুনে প্রার্থী কে সাথে নিয়ে বিশাল মিছিল বেরোয় এবং নিউটন-জে সি বোস বস্তিতে নির্বাচনী সভা হয়।রাতে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার অফিসার্স অ্যাসোসিয়েশনের সাথে সভায় ইউনিয়ন নেতৃবৃন্দ সহ ড. সুকৃতি ঘোষাল।অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন পঙ্কজ রায় সরকার,সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ,স্বপন সরকার,অজিত মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।









No comments:

Post a Comment