Tuesday 23 April 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় ডিআইসি-র দফতরে সিআইটিইউ এর ডাকে প্রবল শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৩শে এপ্রিল : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর আহ্বানে,আজ দুপুরে,প্রচন্ড দাবদাহের মধ্যে দলে দলে শ্রমিক দুর্গাপুর ইস্পাত কারখানায় ডিআইসি-র দফতরে গিয়ে বিক্ষোভ দেখালেন। দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানায় সাম্প্রতিক বছর গুলিতে একের পর এক দুর্ঘটনায় গুলিতে আহত ও নিহত হয়েছেন বহু স্থায়ী ও ঠিকা শ্রমিক,ট্রেণী ও আধিকারিকের। গত এক বছরে দুর্ঘটনায় নিহত হয়েছেন বারো জন। কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এর আগে কর্মরত অবস্থায় মৃতদের মধ্যে চারটি পরিবারের এক জন পোষ্যের চাকুরীর ব্যবস্থা করে নি । দুর্ঘটনা গুলির তদন্ত রিপোর্ট প্রকাশ করে নি। অন্যদিকে দুর্গাপুর ইস্পাত কারখানায় স্থায়ী দক্ষ শ্রমিক নিয়োগ বন্ধ এবং কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন না হওয়ার ফলে চলছে এই মৃত্যু মিছিল।দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজের ক্ষেত্রে সুরক্ষার অধিকারের বিষয়ে শ্রমিকরা যাতে দাবি জানাতে না পারে সেই জন্য কর্তৃপক্ষ দমন-মূলক ব্যবস্থা নিয়েছে। কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য কর্তৃপক্ষ ইউনিয়নের ডিএসপি শাখার যুগ্ম-সম্পাদক সৌরভ দত্ত কে চার্জসিট ও সম্পাদক-মণ্ডলীর আহ্বায়ক সীমান্ত চ্যাটার্জি কে শো-কজ নোটিশ দিয়েছে। কর্তৃপক্ষের এই অগনতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ইস্পাত শ্রমিকরা অবিলম্বে এই দমন-মুলক নির্দেশে প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেছেন। ২০১৭ সালের ১লা জানুঃ থেকে রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্থা সেইল ও আরআইএনএল এর শ্রমিকদের প্রাপ্য বেতন-চুক্তি নিয়ে সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষ লাগাতার টালবাহানা করে চলেছে। নানা ধরনের অজুহাত দিয়ে শ্রমিকদের ৩৯ মাসের এরিয়ার সহ বিভিন্ন ভাতার ন্যায্য প্রাপ্য বাবদ লক্ষ লক্ষ টাকা থেকে বঞ্চিত করে চলেছে।অথচ এই সময়ে সেইল সর্বকালীন সর্বোচ্চ পরিমানের উৎপাদন ও মুনাফা করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সিআইটিইউ লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর এই কথা জাননোর সাথে সাথে ঐক্যবদ্ধ আন্দোলন কে আরো মজবুত ও বিকশিত করার আহ্বান জানান বক্তারা।বিক্ষোভ সমাবেশ চলাকালীন কর্তৃপক্ষের কাছে ইউনিয়নের প্রতিনিধি গিয়ে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেন। বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মোহন মিশ্র ,সীমান্ত চ্যাটার্জি,সৌরভ দত্ত ও প্রকাশতরু চক্রবর্তি।







No comments:

Post a Comment