Monday 15 April 2024

শ্রমিক নেতাদের চার্জসিট-শোকজ করার প্রতিবাদে ও কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,১৫ই এপ্রিল: কেন্দ্রীয় সরকারের ইস্পাত উৎপাদন সংস্থ স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার অন্যতম হোল দুর্গাপুর ইস্পাত কারখানা ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানা( অ্যালয় স্টিল প্ল্যান্ট )। একের পর এক দুর্ঘটনায় এই দুই কারখানায় সাম্প্রতিক বছর গুলিতে আহত ও নিহত হয়েছেন বহু স্থায়ী ও ঠিকা শ্রমিক,ট্রেণী ও আধিকারিকের। কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এর আগে কর্মরত অবস্থায় মৃতদের মধ্যে চারটি পরিবারের এক জন পোষ্যের চাকুরীর ব্যবস্থা করে নি । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) ও ইউনিয়ন গুলির যৌথ মঞ এর পক্ষে লাগাতার ভাবে কাজের জায়গায় নিরাপত্তার স্বার্থে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার অবিলম্বে আধুনিকিকরন ও সম্প্রসারন এবং দুই কারখানায় দক্ষ স্থায়ী শ্রমিকের নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন চলছে।

দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজের ক্ষেত্রে সুরক্ষার সাংবিধানিক অধিকারের বিষয়ে শ্রমিকরা যাতে দাবি জানাতে না পারে সেই জন্য কর্তৃপক্ষ দমন-মূলক ব্যবস্থা নিয়েছে বলে অভিযোগ। কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য ইতিপূর্বেই কর্তৃপক্ষ ইউনিয়নের ডিএসপি শাখার যুগ্ম-সম্পাদক সৌরভ দত্ত কে চার্জসিট ও সম্পাদক-মণ্ডলীর আহ্বায়ক সীমান্ত চ্যাটার্জি কে শো-কজ নোটিশ দিয়েছে। কর্তৃপক্ষের এই অগনতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে,আজ সকালে অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে ট্রেড ইউনিয়দের যৌথ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নবেন্দু সরকার,বিধান বাউড়ি ও নিখিল কুমার দাস । বক্তারা অবিলম্বে চার্জসিট ও শো-কজ নোটিস প্রত্যাহারের সাথে কর্মক্ষেত্রে সুরক্ষার জন্য সংশ্লিষ্ট দাবিতে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।

 




No comments:

Post a Comment