Monday, 12 August 2013

দুর্গাপুর , ১২ই  আগষ্ট : গত ৫ই আগষ্ট , ইস্পাত নগরীর বি'জোনে , আইনষ্টাইন রোডে , গনতান্ত্রিক মহিলা সমিতির সদস্য-সংগ্রহের কর্মসূচীতে অংশ নেওয়ায় , গনতান্ত্রিক মহিলা সমিতির  বি'জোন  ১নং অঞ্চল কমিটির সদস্যা , কমঃ সোমা দাসগুপ্ত ও দিবা বিশ্বাসের  বাড়ীতে স্হানীয় তৃণমূলী সোমা সরকারের নেতৃত্বে কয়েকজন মহিলা  গালিগালাজ সহকারে হামলা-হুমকী ও ভীতিপ্রদর্শন করে । এই বিষয়ে ,গনতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে এক ডেপুটেসনে , কমঃ আল্পনা চৌধুরী , শুভ্রা গাঙ্গুলী , সোমা দাসগুপ্ত ও   অনিমা সাহার নেতৃত্বে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানিয়ে  দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়ার দাবী জানানো হয় ।   

                  আজ  সন্ধ্যায় , আইনষ্টাইন রোডের রোটারীতে, এই হামলার প্রতিবাদে  এক নাগরিক সভায়  ,পঃ বঙ্গে মহিলাদের উপরে  ক্রমবর্ধমান  আক্রমনের বিরুদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানের সাথে সাথে  মহিলা  নেতৃত্বের উপর  হামলাকারীদের বিরুদ্ধে  পুলিশী ব্যবস্হা  গ্রহনের  টালবাহানার বিরুদ্ধে ক্ষোভ  প্রকাশ   করা  হয় । সভায় বক্তব্য রাখেন কমঃ  আল্পনা চৌধুরী  ও সুখময় বোস  । সভাপতিত্ব করেন  কমঃ  অশোক চক্রবর্তী  ।
 * ভারতের কমিউনিষ্ট পার্টী ( মার্কসবাদী ) দুর্গাপুর  ১এ জোনাল  কমিটির উদ্যোগে  এই সভা  অনুষ্ঠিত  হয়  ।  *
             





No comments:

Post a Comment