Monday 5 August 2013

ভারতের কমিউনিষ্ট আন্দোলনের মহান পথিকৃত ,' কাকাবাবু ' কমরেড মুজফফার আহমেদের ১২৫-তম জন্মদিবস পালিত হোল ।

দুর্গাপুর , ৫ই আগষ্ট : আজ ৫-ই আগষ্ট । পা-এ পা-এ পেরিয়ে এল ১২৫ বছর ; ভারতের কমিউনিষ্ট আন্দোলনের মহান পথিকৃত ,' কাকাবাবু ' কমরেড মুজফফার আহমেদের জন্মদিবস ( আগষ্ট , ১৮৮৯ - ডিসেম্বর ১৮ , ১৯৭৩ ) । ২০-এর দশকে ভারতের শিশু কমিউনিষ্ট আন্দোলনকে শাসক ব্রিটিশ সাম্রজ্যবাদী সরকার যখন টুঁটি চেপে আতুর ঘরে মেরে ফেলার চেষ্টা করছিল , তখন হিমালয়ের থেকেও অটল সেই ঝঞ্ছা-বিক্ষুব্দ্ধ দিনগুলিতে ভারতে কমিউনিষ্ট আন্দোলন গড়ে তোলার কারিগরদের মধ্যে অন্যতম ছিলেন কমরেড মুজফফার আহমেদ । পরবর্তি ৫০ বছর ধরে , স্বাধীনতার আগে ও পরে , ভারতে শক্তিশালী কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম কারিগর কমরেড মুজফফার আহমেদর সহজ-সরল কমিউনিষ্ট সুলভ জীবন-যাত্রা  , মার্কসবাদ-লেনিনবাদী মতাদর্শের প্রতি অকুন্ঠ নিষ্ঠা , সর্বোপরি জনগনের প্রতি অপরিসীম দায়বদ্ধতা ,  কমিউনিষ্টদের কাছে আদর্শ । তাঁর জন্মদিবস পালন - কমিউনিষ্টদের   সেই  আদর্শ  পালনের পুনরায়  শপথ গ্রহনের দিন । 

          সেই অঙ্গীকার নিয়েই শহীদ আশীষ-জব্বর ভবনে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) -র দুর্গাপুর ১এ ও ১ বি জোনাল কমিটির উদ্যোগে সকাল ১১-০০ সময়ে কাকাবাবু ' কমরেড মুজফফার আহমেদের প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচী অনুষ্ঠিত হয় । প্রতিকৃতিতে মাল্যদান করেন কমরেড সন্তোষ দেবরায় , লাল্টু ( সুবীর ) সেনগুপ্ত , নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী প্রমূখ ।  


                                                            







No comments:

Post a Comment