Saturday 31 August 2013

দুর্গাপুর ইস্পাত নগরীতে পালিত হোল গণআন্দোলনের শহীদ দিবস ।

দুর্গাপুর , ৩১শে আগষ্ট : ভারতের কমিউনিষ্ট পার্টী ( মার্কসবাদী ) দুর্গাপুর  ১এ জোনাল  কমিটির উদ্যোগে  দুর্গাপুর ইস্পাত নগরীতে পালিত হোল গণআন্দোলনের শহীদ দিবস । ১৯৫৯ সালের  ৩১ আগষ্ট  কলকাতায়  খাদ্যের দাবীতে  কমিউনিষ্ট পার্টি ( অবিভক্ত  ) ও বামপন্হীদের  মিছিলে সমবেত হাজার  হাজার  মানুষের  মিছিলে  তৎকালীন কংগ্রেসী মুখ্যমন্ত্রী  বিধানচন্দ্র  রায়ের  সরকারের  নির্দেশে  ,পুলিশ  নির্মমভাবে লাঠিচার্জ  করলে  , ৮০ জন  নিহত  হয়েছিলেন । বামফ্রন্টের পক্ষ থেকে প্রতি বছর  ঐতিহাসিক  খাদ্য-আন্দোলনের   এই দিনটিকে," গণআন্দোলনের শহীদ দিবস  " হিসাবে  পালন করা  হয়  ।  

  এই  উপলক্ষ্যে , দুর্গাপুর ইস্পাত নগরীর  ডেভিড  রোড  - তিলক  রোড মোড়ে  , ভারতের কমিউনিষ্ট পার্টী ( মার্কসবাদী ) দুর্গাপুর  ১এ জোনাল  কমিটির উদ্যোগে  আয়োজিত  ,মহিলাদের  উল্ল্যেখনীয় উপস্হিতিতে  ভীড়ে-ঠাসা    এক  পথসভায়  , বক্তারা  খাদ্য-আন্দোলনের  শহীদদের  সহ  সমস্ত  গণআন্দোলনের শহীদের  কথা  স্মরণ  করার  সাথে  সাথে  কিভাবে কেন্দ্রর ইউপিএ সরকারের  নয়া  উদারীকরন নীতির কারনে দেশ জুড়ে যে  ভয়াবহ খাদ্য-সংকট  ও  খাদ্য-দ্রব্যের   বল্গাহীন মূল্যবৃদ্ধি  ঘটাচ্ছে  এবং  কেন  কেন্দ্রর ইউপিএ সরকারের  ত্রুটিপূর্ন  খাদ্য-নিরাপত্তা  বিল  যে কোনভাবেই  ,' ক্ষুধার প্রজাতন্ত্র ' ভারতবাসীর  খাদ্য-অধিকারের  সাথে  সাযুজ্য পূর্ন  নয়  - তা ব্যাখ্যা  করেন  ও  এই জন-বিরোধী  নীতির  বিরূদ্ধে  প্রবল  গণআন্দোলন  গড়ে  তোলার  জন্য  আহ্বান জানান । বক্তারা  এই  ভয়াবহ খাদ্য-সংকট  ও  খাদ্য-দ্রব্যের   বল্গাহীন মূল্যবৃদ্ধির   বিষয়ে  তৃনমূল  কংগ্রেসের  ' উদ্দশ্যপূর্ন  নিরবতার ' কথা  স্মরণ  করিয়ে দিয়ে  কিভাবে পঃ  বঙ্গে  তৃনমূল  সরকারের  ভ্রান্ত এবং  কৃষক-বিরোধী নীতির   ফলে   বিগত  বামফ্রন্ট  সরকারের সময়  কৃষিতে অর্জিত বিপুল  সাফল্য ও পঃ  বঙ্গের  খাদ্য-সয়ম্ভরতা  ধ্বংস  হচ্ছে  , সেই  বিষয়টিও  তুলে  ধরেন  এবং  এই  ধ্বংসাত্মক    নীতির   স্বরূপ  মানুষের  কাছে  ব্যাখ্যা  করার আহ্বান   জানানা  ।  সভায়  বক্তব্য  রাখেন  কমঃ  সলিল   দাসগুপ্ত  এবং  সভাপতিত্ব    করেন   কমঃ  আল্পনা   চৌধুরী  ।   












No comments:

Post a Comment