Monday 29 September 2014

ভারতের কমিউনিষ্ট আন্দোলনের স্বর্ণোজ্জ্বল ইতিহাস ও বামফ্রন্ট সরকারের যুগান্তকারী ভূমিকার কথা তরুন প্রজণ্মের কাছে তুলে ধরতে হবে : অমল হালদার

                                         
দুর্গাপুর , ২৯শে সেপ্টেঃ : ভারতের স্বাধীনতা সংগ্রামে ও স্বাধীন ভারতে কমিউনিষ্টদের অসামান্য লড়াই ও কমিউনিষ্ট পার্টির গৌরবোজ্জল ভূমিকা বিকৃত করে দেখানোর চেষ্টা চলছে । এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মানুষের কাছে বিশেষ করে তরুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে । আজ সিটি সেন্টারের ন্যাশানাল বুক এজেন্সি ও গণশক্তির দফ্তরে ভারতের কমিউনিষ্ট আন্দোলনের কিংবদন্তী নেতা ও সিপিআইএম এর প্রথম পলিটব্যুরোর “ নবরত্ন “ এর অন্যতম কমরেড এম . বাসবপুন্নাইয়ার জন্ম-শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত এক পোষ্টার-প্রদর্শনীর উদ্বোধন করে এসে এক জনসভায় একথা বলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমরেড অমল হালদার । তিনি আরও বলেন যে , ধনী পরিবারের সন্তান  কমরেড এম . বাসবপুন্নাইয়া কমিউনিষ্ট আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতের কমিউনিষ্ট পার্টি গড়ে ওঠার প্রারম্ভিক পর্যায়ে  অন্যান্য  কমিউনিষ্ট নেতৃত্বের  মত  সর্বস্ব পার্টিকে দান করেছিলেন তাই নয় , তিনি ও তাঁর স্ত্রী কমরেড জগদম্বিকা পার্টির স্বার্থে নিজেদের জীবন কমিউনিষ্ট পার্টি গড়ে তোলার জন্য উৎসর্গ করে ছিলেন । ভারতের কমিউনিষ্ট আন্দোলনের প্রতিটি বাঁকে এবং ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) গড়ে তোলা ও প্রসারের জন্য কমরেড এম . বাসবপুন্নাইয়ার অসামান্য তাত্বিক অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে । তিনি এই ইতিহাসের কথা তুলে ধরার জন্য আরও বেশী বই পড়া ও পড়ানোর উদ্যোগ গ্রহনের জন্য পার্টির সভ্য-সমর্কদের কাছে আহ্বান জানান । কমরেড অমল হালদার একই সাথে শারদোৎসব উপলক্ষ্যে মার্কসবাদী ও প্রগতিশীল সাহিত্যের বই এর একটি বুকস্টলের উদ্বোধন করেন । গণশক্তির সহায়তায় দুর্গাপুর মধ্য লোক্যাল কমিটির উদ্যোগে এই বুকস্টলটি করা হয়েছে । এছাড়াও  আজকের সভায় বক্তব্য রাখেন কমঃ মহাদেব পাল । উপস্হিত ছিলেন কমঃ সুশান্ত ব্যানার্জী , মহাব্রত কুন্ডু , নরেন শিকদার সহ অন্যান নেতৃবৃন্দ । সভাপতিত্ব করেন কমঃ বিপ্রেন্দু চক্রবর্তী ।





No comments:

Post a Comment