Tuesday 23 September 2014

রাজ্যে গনতণ্ত্র বাঁচাও এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দুর্গাপুর মহকুমা বামফ্রন্টের গণ-অবস্হান


 দুর্গাপুর , ২২শে সেপ্টেঃ   : আজ , সিটি সেন্টারে ডিএলসি দফ্তরের সামনে দুর্গাপুর মহকুমা বামফ্রন্টের ডাকে গন-অবস্হানে বহু মানুষ যোগদান করেন । রাজ্যে গনতণ্ত্র বাঁচাও , নারীদের উপর আক্রমন – অত্যাচার বন্ধ কর , বামপন্হী কর্মীদের উপর সন্ত্রাস বন্ধ ও ঘরছাড়াদের ঘরে ফেরাও , যাদবপুর ইউনিভার্সিটি সহ সর্বত্র শিক্ষাক্ষেত্রে  নৈরাজ্য বন্ধ কর , অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উপযুক্ত ব্যবস্হা , বন্ধ কল-কারখানা অবিলম্বে খোলার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উপযুক্ত ব্যবস্হা গ্রহন প্রভৃতি একগুচ্ছ দাবীতে আজকের এই গণ-অবস্হান হয় । বক্তব্য রেখেছেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ বীরেশ্বর মন্ডল , লোকনাথ দাস ( আরএসপি ) , অনীত মল্লিক ( ফঃ বঃ ) , রবীন্দ্রনাথ ঠাকুর ( সিপিআই ) সহ অন্যান্য নেতৃত্ব । সভা পরিালনা করেন সভাতিমন্ডলীর সদস্য কমঃ রথীন রায় , বিমল চক্রবর্তী , সুশান্ত ব্যানার্জী ও রবীন্দ্রনাথ ঠাকুর । সভা শেষে এক বিশাল মিছিল সিটি সেন্টার প্রদক্ষিন করে । 



No comments:

Post a Comment