Thursday 25 September 2014

দুর্গাপুরে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ - বিরোধী সেমিনার ।

                                              

দুর্গাপুর , ২৫শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় , বেনাচিতির আনন্দধারা ভবনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  দুর্গাপুর-২ পশ্চিম জোনালের বেনাচিতি পূর্ব ও পশ্চিম আঞ্চলিক কমিটির উদ্যোগে ,” সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপদ ও আজকের সময় “ – শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয় । বক্তা ছিলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  বর্ধমান জেলা কমিটির সদস্য ও প্রাক্তন সাংসদ কমঃ সাইদুল হক । তিনি বলেন যে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পরে ভারতে সাম্প্রদায়িকতা শক্তি দৈহিক শক্তি , সামাজিক ও মতাদর্শগত দিক থেকে ভারতের ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করতে উদ্যোত হয়েছে কারন এই শক্তি ভারতে কর্পোরেট-রাজের উদার অর্থনীতিবাদের সর্বনাশা নীতির বিরুদ্ধে মানুষের বিক্ষোভ প্রতিবাদ-প্রতিরোধকে চূর্ন করার জন্য মানুষে মানুষে বিভেদ তৈরি করার জন্য সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চাইছে । ইতিমধ্যে গত তিন মাসে সারা ভারতে বিজেপি-আরএসএস বাহিনীর উষ্কানিতে , ১২৯ টি দাঙ্গা হয়েছে , ১৫ জন নিহত হয়ছে ও প্রায় ৬০০টি দাঙ্গার পরিবেশ তৈরি হয়েছে । মৌলবাদী শক্তিও এই সুযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ঢুকতে চাইছে । রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তিকে কড়া হাতে মোকাবিলা করেছিল কিন্তু বর্তমানে তৃণমূলের সরকারের সুবিধাবাদী নীতি ও বামপন্হীদের প্রতি সন্ত্রাসের পরিবেশ তৈরি সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির উথ্থানের রাস্তা করে দিচ্ছে । জনগনকে সাথে নিয়ে একমাত্র  কমিউনিষ্ট ও বামপন্হীরাই  এই সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির মোকাবিলা করতে পারে । সেই লক্ষ্যে পার্টি-সদস্যদের শিক্ষিত ও দীক্ষিত হয়ে উঠতে হবে । সেমিনারে সভাপতিত্ব করেন কমঃ মহাদেব পাল । 


No comments:

Post a Comment