Monday 1 September 2014

সাম্রাজ্যবাদ-বিরোধী মহা মিছিলে উত্তাল ইস্পাতনগরী যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে শপথ নিল ।

                                

দুর্গাপুর , ২৭শে আগষ্ট : আজ বিকালে ,” ১লা সেপ্টেম্বর যুদ্ধ বিরোধী – সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি “ –র ডাকে , ইস্পাতনগরী সাম্রাজ্যবাদ-বিরোধী ও যুদ্ধ-বিরোধী ও শান্তির পক্ষে মহা মিছিলে উত্তাল হয়ে উঠল । প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ আজকের মহা মিছিলে যোগদান করেন । বিপুল সংখ্যায় মহিলা ও ছাত্র-ছাত্রীদের উপস্হিতি সকলের নজর কেড়েছে । চিরাচরিত প্রথায়  ধামস-মাদল বাজিয়ে বহু আদিবাসী মানুষও যোগ দিয়েছেন বেলা ৪-০০ সময় ইস্পাতনগরীর এ-জোনের আশীষ মার্কেট এর থেকে সাদা বেলুন উড়িয়ে মহা মিছিলের সূচনা করেন প্রাক্তন মহানাগরিক শ্রী রথীন রায় । উপস্হিত ছিলেন শ্রী সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , লাল্টু সেনগুপ্ত , আল্পনা চৌধুরী , কাজল চ্যাটার্জী , অরুণ চৌধুরী , আমীর হায়দার সহ বিভিন্ন গণ-আন্দোলন – ট্রেড ইউনিয়ন – সাংস্কৃতিক - শিশু – বিজ্ঞান সংগঠনের নেতৃবৃন্দ । মিছিল এ-জোনের আশীষ মার্কেট থেকে শুরু হয়ে অশোক এভিন্যু – চৈতন্য এভিন্যু – ভাবা রোড – এডিসনের মধ্য দিয়ে দীর্ঘপথ অতিক্রম ইস্পাতনগরীর বি-জোনের নিউটন পূজো ময়দানে শেষ হয় শপথ গ্রহন অনুষ্ঠানের সভার মধ্য দিয়ে । শপথবাক্য পাঠ করান শ্রী রথীন রায় । শোক প্রস্তাব পাঠ করে , মিছিলে অংশগ্রহন করার জন্য ,” ১লা সেপ্টেম্বর যুদ্ধ বিরোধী – সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি “ – র  আহ্বায়ক শ্রী অরুণ চৌধুরী সবাইকে অভিনন্দন জানান । 






























No comments:

Post a Comment