Thursday 25 September 2014

সেইল কর্তৃপক্ষের অভূতপুর্ব স্বৈরতান্ত্রিক পদক্ষেপ : একতরফা বোনাসের ঘোষনার বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের প্রবল বিক্ষোভ ।

দুর্গাপুর , ২৫শে সেপ্টেঃ : শ্রমিক ইউনিয়ন গুলির সাথে বার্ষিক পূজা বোনাসের আলোচনা চলাকালীন , গতকাল সেইল কর্তৃপক্ষ অভূতপুর্ব স্বৈরতান্ত্রিক পদক্ষেপ গ্রহন করে  একতরফা ভাবে গত বছরের হারেই এ বছরের বার্ষিক বোনাস প্রদানের কথা ঘোষনা করল । গত ১৫ই সেপ্টেঃ , কর্তৃপক্ষের অনমনীয় মনোভাবের জন্য সেইল কর্তৃপক্ষের সাথে শ্রমিক ইউনিয়ন গুলির বার্ষিক পূজা বোনাসের আলোচনা ভেস্তে যায় । গত আর্থিক বছরে সেইলের বিপুল মুনাফা করেছে । শ্রমিক ইউনিয়ন গুলি তাই বার্ষিক বোনাস বৃদ্ধির দাবী জানায় । কিন্তু সেইলের ,” সুদিন “ মানে যে শ্রমিক-কর্মচারীদের “ সুদিন “ নয় , সেইল কর্তৃপক্ষের একতরফা ঘোষনা তাই আরেকবার প্রমান করল । সেইল কর্তৃপক্ষের এই অভূতপুর্ব স্বৈরতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে ও শ্রমিক ইউনিয়নদের সাথে আলোচনা করে ন্যায়সংগত বর্ধিত বোনাস ঠিক করতে হবে  - এই দাবীতে  আজ সেইলের সর্বত্র এসডব্লিউএফআই ( সিআইটিউ )-র ডাকে  শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন ।
আজ বিকালে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ )-র ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন । এক বিশাল মিছিল প্রশাসনিক ভবন পরিক্রমা করে । মিছিলের শেষে এক বিক্ষোভ সমাবেশ হয় । বক্তব্য রাখেন কমঃ অরুন চৌধুরী ও বিশ্বরূপ ব্যানার্জী । ইস্কো কারখানায় ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে রিপোর্ট করেন কমঃ স্বপন মজুমদার । সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদর ।

  

No comments:

Post a Comment