Monday 16 March 2015

পার্ক স্ট্রিট থেকে রানাঘাট – মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে দীর্ঘতর হচ্ছে মহিলাদের উপর সীমাহীন নির্যাতনের তালিকা ।

                                                             


দুর্গাপুর , ১৬ই মার্চ : এ কোন বাংলা ? -  এই প্রশ্ন মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে । পার্ক স্ট্রিট গণ-ধর্ষনের শিকার সুজেট জর্ডান থেকে রানাঘাটের ৭৪ বৎসর বয়সী ‘ মাদার – সুপিরিয়র ‘ – পঃ বঙ্গের  মহিলা মুখ্যমন্ত্রীর আমলে ক্লীশে হয়ে যাওয়া ‘ রেপ ‘ এর শিকার হওয়া নারীর মর্মদন্তু লজ্জার তালিকা যখন দীর্ঘতর করছে , তখন সাড়ে তিন বছর পরে হটাৎ মুখ্যমন্ত্রীর ঘুম ভেঙ্গেছে ! কিন্তু মুখ্যমন্ত্রীর ‘ তুচ্ছ ঘটনা’-র বাহবায় ( ! ) বলীয়ান ধর্ষকরা এখন বেপরোয়া , লাগামহীন । পুলিশ তৃণমূলের দলদাস , প্রশাসন পঙ্গু । পঃ বঙ্গে এখন নরক গুলজার ।

  প্রতিবাদে আজ সন্ধ্যায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ১-এ ও ১-বি  জোনাল কমিটির আহ্বানে বিভিন্ন গণসংগঠন ও সাংস্কৃতিক সংগঠন ইস্পাতনগরী ও সংলগ্ন গ্রামাঞ্চলে মোমবাতি মিছিলে যোগদান করেন । ডেভিড হেয়ার , রঘুনাথপুর ও সেইল আবাসন অঞ্চলে ৩টি পৃথক মিছিলে ব্যপক সংখ্যায় মহিলা সহ অন্যান্যরা অংশগ্রহন করেছেন ।

                                          

No comments:

Post a Comment