Monday 30 March 2015

হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ৫৪ – তম বার্ষিকী সম্মেলন ।

সমাজের বৃহত্তর অংশের মানুষকে আসন্ন সংগ্রামে সামিল করতে হবে : তপন সেন 


দুর্গাপুর , ২৯শে মার্চ : আজ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ৫৪ – তম  বার্ষিকী সম্মেলনর দ্বিতীয় ও শেষ দিনে সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি ও সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সম্পাদক কমরেড তপন সেন । তিনি বলেন যে ভারতের ইস্পাত শিল্পে সি.আই.টি.ইউ এর প্রভাব বিস্তারে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( এইচ.এস.ই.ইউ ) অন্যতম চালিকাশক্তি । এমনকি সি.আই.টি.ইউ গঠনের সময়েও এইচ.এস.ই.ইউ অন্যতম ভূমিকা পালন করেছে । আজ ইস্পাত শিল্পে  বিশ্ব জোড়া সংকটের মধ্যেও রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা সেইল গত ৫ বৎসরে প্রায় ১২,০০০ কোটি পুঁজি বিনিয়োগের মাধ্যমে ইস্পাত শিল্পে  সম্প্রসারন ঘটিয়েছে । এই সম্প্রসারনের  আন্দোলন গড়ে তোলার জন্য এইচ.এস.ই.ইউ অন্যতম পথ প্রদর্শক । এমনকি ইস্কো বাঁচানো আন্দোলনেও এইচ.এস.ই.ইউ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । গত সাধারন নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন সাম্রাজ্যের নেতৃত্বাধীন বিশ্ব পুঁজিবাদ ভারতে তাদের স্বাভাবিক মিত্র মোদি সরকারকে পেয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নয়া অর্থনৈতিক নীতির স্টীম রোলার চালানোর চক্রান্ত জোড়ালো করছে । অন্যদিকে মোদি সরকার বল্গাহীন ভাবে নয়া অর্থনৈতিক নীতি প্রয়োগ করার লক্ষ্যে জমি বিল , শ্রম-সংস্কার বিলের মত একাধীক জনবিরোধী আইন পাশ করাচ্ছে । এই নীতির বিরুদ্ধে  সি.আই.টি.ইউ ১১টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নকে নিয়ে সারা দেশে লড়াই গড়ে তোলার সাথে সাথে একক ভাবেও লড়াই-সংগ্রাম পরিচালনা করছে । একই সাথে , সি.আই.টি.ইউ শ্রমজীবি মানুষের লড়াইকে আরও মজবুত ও সম্প্রসারিত করার জন্য সমাজের বৃহত্তর অংশের শোষিত-লাঞ্ছিত-বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চায় । এক্ষেত্রে তিনি এইচ.এস.ই.ইউ কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে আহ্বান জানান । কমরেড তপন সেন , দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকদের শোচনীয় অবস্হার কথা উল্লেখ করে বিস্ময় প্রকাশ করে বলেন যে দুর্গাপুর ইস্পাত কারখানার থেকে ঠিকা শ্রমিকদের বেতন বাবদ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেও , ঠিকা শ্রমিকরা প্রাপ্য বেতন পাচ্ছে না । এই বিষয়ে অনুসন্ধান চালানো হবে বলে জানিয়েছেন । সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রেখেছেন বিধায়ক ও বর্ধমান জেলার সি.আই.টি.ইউ এর সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জী । সম্মেলন চলাকালীন প্রয়াত কমরেড ডি.কে.মজুমদারের মরদেহ সম্মেলনস্হলে নিয়ে আসা হলে , নেতৃবৃ্ন্দ ও প্রতিনিধিবৃন্দ শেষ শ্রদ্ধা জানান । দীর্ঘ রোগভোগের পর গতকল রাত্রিবেলায় তাঁর মৃত্যু হয় । তিনি মিশ্র ইস্পাত কারখানায় ( এ.এস.পি ) এইচ.এস.ই.ইউ গড়ে তোলার জন্য ১৯৬০ এর দশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । তিনি মিশ্র ইস্পাত কারখানায় ( এ.এস.পি ) এইচ.এস.ই.ইউ এর প্রাক্তন যুগ্ম-সম্পাদক ।

   আজ সকালে , সম্মেলন শুরু হলে গণসংগীত পরিবেশন করে লহরী শিল্পী-গোষ্ঠী । দু-দিন ব্যাপি সম্মেলন মোট ৪৯ জন প্রতিনিধি আলোচনায় অংশ নিয়েছেন । সম্মেলন কমরেড  রথীন রায় কে সভাপতি , কমরেড বিশ্বরূপ ব্যানার্জী কে এইচ.এস.ই.ইউ ( দুর্গাপুর ইস্পাত শাখার ) ওবি – কনভেনর ও কমরেড রামপঙ্কজ গাঙ্গুলী কে এইচ.এস.ই.ইউ (মিশ্র ইস্পাত শাখার ) ওবি – কনভেনর নির্বাচিত করেছে । 


No comments:

Post a Comment