Sunday 22 March 2015

ক্রেতা সমবায় দখল করার বিরুদ্ধে ইস্পাতনগরীর রাস্তায় মানুষের ঢল ।

                                                        

দুর্গাপুর ,২২শে মার্চ : নির্বাচনে পরাজয় নিশ্চিত , তৃণমূলী দুষ্কৃতিরা হিংস্র আক্রমন চালিয়ে জোর করে দুর্গাপুর ইস্পাত কারখানার ক্রেতা সমবায় দখল করেছে । অভিযোগ উঠেছে তৃণমূলীদের গনতন্ত্রের এই নিধন যজ্ঞে  প্রত্যক্ষ ও পরোক্ষে মদত জুগিয়েছে রাজ্য প্রশাসন ,সমবায় দফ্তর , পুলিশ এমনকি  দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের একাংশ । গত ২রা -৩রা মার্চ মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার সময় ইস্পাতনগরীর বেনাচিতি হাউসে দুর্গাপুর ইস্পাত কারখানার ক্রেতা সমবায়ের সদর দফ্তর সশস্ত্র দুষ্কৃতিরা ঘিরে রাখে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিইউ ) প্রার্থীরা বেনাচিতি হাউসে পৌঁছালে ,তাদের উপরে নৃশংস আক্রমন চালানো হয় । ১৪জন গুরুতর আহত হয় । পুলিশের উপস্হিতিতে এই হামলা চলে । প্রশাসন নিষ্পৃহ থাকে । এইভাবে বিনা নির্বাচনে  ক্রেতা সমবায়ের দখল নিয়েছে তৃণমূলীরা । শত আক্রমন চালিয়েও দুর্গাপুর ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) কে তৃণমূলীরা উৎখাত করতে পারে নি । বরং , অতীতের মতই দুর্গাপুরে শ্রমিক আন্দোলন সহ অন্যান্য গণ-আন্দোলনের প্রেরণা জুগিয়ে চলেছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) , দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের আশা-ভরসার জায়গা হিসেবে অটুট রয়েছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) র ভূমিকা । তাই নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে হামলা চালিয়ে বিনা নির্বাচনে  ক্রেতা সমবায়ের দখল নিয়েছে তৃণমূলীরা ।

আজ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) র ডাকে তৃণমূলীদের ক্রেতা সমবায়ের দখলের ঘৃন্য ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ইউনিয়ন দফ্তর ১নং বিদ্যাসাগর এভিন্যু এর বি.টি. রণদিভে ভবন থেকে এক বিশাল মিছিল শুরু হয়ে ইস্পাতনগরীর বি-জোনের  বিভিন্ন রাস্তা ঘুরে ইউনিয়ন দফ্তরে শেষ হয় ।মিছিলে   শ্রমিক সহ ছাত্র-যুব-মহিলা-কৃষক সহ বিভিন্ন গণ-সংগঠন অংশ নেয় । 

                                 

No comments:

Post a Comment