Sunday 3 January 2016

রাজ্য ও কেন্দ্র সরকারের জন-বিরোধী নীতির সরাসরি শিকার হচ্ছেন দুর্গাপুর ইস্পাতনগরী ও সংলগ্ন বস্তিবাসীরা ।

                                                             

দুর্গাপুর,৩রা জানুয়ারী : রাজ্য ও কেন্দ্র সরকারের জন-বিরোধী নীতির সরাসরি শিকার হচ্ছেন দুর্গাপুর ইস্পাতনগরী ও সংলগ্ন বস্তিবাসীরা । এর সাথে যুক্ত হয়েছে তৃণমূলের তোলাবাজি ও সন্ত্রাস । আজ এই কথাই বারেবারে উঠে এল পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির দুর্গাপুর ইস্পাত শহর কমিটির ২য় সম্মেলনে আগত প্রতিনিধিদের আলোচনায় । সম্মেলন অনুষ্ঠিত হল ইস্পাতনগরীর বি-জোনের বি.টি.রণদিভে ভবনের হাসিম আবদুল হালিম মঞ্চে । এর আগে ইস্পাতনগরীর ৫টি এরিয়া কমিটির সম্মেলনে ইস্পাতনগরী ও সংলগ্ন মোট ৩৫টি বস্তি থেকে ৪০০ জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন । আজকের সম্মেলন উদ্বোধন করেন পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমঃ মহাব্রত কুন্ডু ।সম্মেলনে ২৫ জনের নয়া কমিটি নির্বাচিত হয়েছে । সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে তপন ভৌমিক এবং গৌরাঙ্গ চক্রবর্তী । সম্মেলনে আগামীদিনে ‘স্মার্ট সিটি’-র নামে বিনা পূনর্বাসনে বস্তি-উচ্ছেদের চক্রান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা সহ সকল বস্তিবাসীর জন্য গৃহ নির্মান , সব বস্তিতে  জল-বিদ্যুৎ-রাস্তা-ঘাটের সুবন্দোবস্ত,বার্ধক্যভাতা-বিধবাভাতা-বিপিএল রেশন কার্ড সহ অন্যান্য দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য সিদ্ধান্ত হয়ছে ।


No comments:

Post a Comment