Tuesday 12 December 2017

মহান নভেম্বর বিপ্লবের শতবর্ষের আহ্বানে ইস্পাতনগরীতে রক্তদান কর্মসূচীতে অভূতপূর্ব সারা মিলল ।



দুর্গাপুর,১২ই ডিসেঃ : আজ ইস্পাতনগরীর আশিষ-জব্বার ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )–র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া সাংগঠনিক কমিটির উদ্যোগে মহান নভেম্বর বিপ্লবের শতবর্ষের আহ্বানে ১০০ বোতল রক্তদানের কর্মসূচীতে অভূতপূর্ব সারা মিলল । এই আহ্বানে সারা দিয়ে  ইস্পাত শ্রমিক ও তাদের পরিবার সহ ইস্পাতনগরী ও দুর্গাপুরের বহু সাধারন মানুষ রক্তদানের জন্য এগিয়ে আসেন । লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১২০ বোতল রক্ত সংগৃহীত হয় । মোট ৯  জন মহিলা রক্তদান করেছেন । এই উপলক্ষ্যে সকাল থেকে আশিষ-জব্বার ভবন সেজে ওঠে রক্তপতাকায় । ফিতে কেটে রক্তদান শিবিরের সূচনা করেন দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.এম বিধায়ক সন্তোষ দেবরায় । উপস্হিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )–র পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী , সি.আই.টি.ইউ-র পশ্চিম বর্ধমান জেলা  কমিটির সভাপতি বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত , পঙ্কজ রায় সরকার , বিশ্বরূপ ব্যানার্জী , দুর্গাপুর সোসাইটি ফর প্রিভেনশন অফ থ্যালাসামিয়া অ্যান্ড এইডস এর কার্যকরী সভাপতি গোপীরঞ্জন বসু প্রমূখ । দুর্গাপুর মহকুমা হাসপাতালের  সহায়তায় রক্ত সংগৃহীত হয় ।

দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া সাংগঠনিক কমিটির আহ্বায়ক দীপক ঘোষ জানিয়েছেন সংগৃহীত রক্ত বিশেষ করে ডেঙ্গু ও থ্যালাসামিয়া রোগীদের চিকিৎসায় চাহিদা মিটাতে বিশেষ সহায়ক হবে ।












No comments:

Post a Comment