Friday 29 December 2017

দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-আধিকারিকদের সংগঠন ‘ সহমর্মী ‘-র চতুর্থ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হল ।



দুর্গাপুর,২৯শে ডিসেঃ – আজ ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে অনুষ্ঠিত হল দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-আধিকারিকদের সংগঠন ‘ সহমর্মী ‘-র চতুর্থ বার্ষিক সাধারন সভা । সভায় অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-আধিকারিকদের বিভিন্ন সমস্যা ও সংগঠনের সাফল্য-ব্যর্থতার দিক আলোচনায় উঠে আসে । আলোচনায় দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার সহ সেইল এবং সমস্ত রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের ভবিষ্যৎ সম্পর্কে আশংকা প্রকাশ করা হয় যার সাথে অবসরপ্রাপ্তদের সরাসরি যোগ আছে । কিভাবে সেইলের মেডিক্লেম নিয়ে অবসরপ্রাপ্তদের সমস্যায় পড়তে হচ্ছে তাও আলোচনায় উঠে আসে । সভা থেকে মোদি সরকারের প্রস্তাবিত এফ আর ডি আই বিল , ক্রমান্বয়ে সঞ্চয়ের উপর সুদ হ্রাস , চিকিৎসা-ওষুধপত্র বাবদ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা করে আন্দোলন ও সংগঠন জোরদার করার আহ্বান জানানো হয় । অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সি.আই.টি.ইউ ) এর সম্পাদক পি.কে.দাস , বিকাশ ঘটক ( আই.এন.টি.ইউ.সি ),স্বপন মজুমদার প্রমূখ । সংগঠনের নেতৃত্বের পক্ষে বক্তব্য রেখেছেন এস আর দাস , ব্রজমানিক চক্রবর্তী,প্রণব চক্রবর্তী প্রমূখ।




No comments:

Post a Comment