Thursday 7 December 2017

অবিলম্বে বেতন-চুক্তির আলোচনা শুরুর দাবীতে ইস্পাত শ্রমিকদের দেশ জোড়া বিক্ষোভ ।



দুর্গাপুর , ৭ই ডিসেঃ : আজ সারা দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উদ্যোগ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ( সেইল ) ও আর.আই.এন.এল এর স্হায়ী শ্রমিক-কর্মচারীরা অবিলম্বে বেতন-চুক্তির ( এন.জে.সি.এস ) আলোচনা শুরু ও বেতন-চু্ক্তির দাবীতে বিক্ষোভ জানান ও কর্তৃপক্ষের প্রধানের কাছে দাবী সনদ পেশ করেন । সি.আই.টি.ইউ – আই.এন.টি.ইউ.সি – এ.আই.টি.ইউ.সি – এইচ.এম.এস এর পক্ষ থেকে এই  যৌথ দাবী সনদ তৈরি করা হয়েছে । ইতিমধ্যে কোল ইন্ডিয়াতে বেতন চুক্তি সাক্ষরিত হয়ে গেছে । অন্যান্য রাষ্ট্রায়ত্ব সংস্হায় আলোচনা শুরু হয়েছে । কিন্তু ইস্পাত শিল্পে ১লা জানুঃ ,২০১৭ সাল থেকে বেতন-চুক্তি বকেয়া হয়ে আছে । এমন কি গত বেতন-চুক্তি অনুসারে ( ১.৭.২০১৪ তাং সাক্ষরিত ) পেনশন , হাউস রেন্ট অ্যালাউন্স মত বিভিন্ন বিষয়ে এখনও ইস্পাত কর্তৃপক্ষ ফয়সালা করে নি । এল.এল.টি.সি , এল.এল.টি.সি , ইনসেনটিভ রিভিয়্যু এর  ফয়সালাও করে নি । উল্টে ইস্পাত শিল্পে সংকটের অজুহাতে ছুটি বিক্রি বন্ধ , ছুটি জমানোর সীমা হ্রাস প্রভৃতি ব্যবস্হা শ্রমিক-কর্মচারীদের উপরে ইস্পাত কর্তৃপক্ষ চাপিয়ে দিয়েছে । সংকটের অজুহাতে টাউনশিপ – হাসপাতাল – শিক্ষার মত পরিষেবায় বিপজ্জনক ভাবে ব্যয় কমিয়ে সংকট ডেকে আনা হয়েছে । ইস্পাত শিল্পে প্রতি বছরে প্রায় ৪৫০০-৫০০০ এর মত স্হায়ী শ্রমিক-কর্মচারী অবসর গ্রহন করলেও নতুন করে চাকুরী প্রায় হচ্ছে না বললেই চলে । স্বাভাবিক ভাবেই বিভিন্ন বিষয়ে ইস্পাত শিল্পের স্হায়ী শ্রমিক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে ।

আজ সকালে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে  দুর্গাপুর ইস্পাত কারখানায় ই.ডি. ওয়ার্কর্স এর দফ্তরের সামনে একই দাবীতে স্হায়ী শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ দেখায় । বিক্ষোভ সমাবেশে বক্তব্য ইউনিয়ন এর পক্ষে বক্তব্য রাখেন কবিরঞ্জন দাসগুপ্ত , কালী কুমার সান্যাল , ললিত মোহন মিশ্র ও বিশ্বরূপ ব্যানার্জী । সমাবেশে চলাকালীন কর্তৃপক্ষের কাছে ইউনিয়ন এর পক্ষ থেকে দাবী সনদ জমা দেওয়া হয় । এর আগে , গত ৪ঠা ও ৫ই ডিসেঃ বিভাগীয় প্রধানদের কাছে ইউনিয়ন এর ডাকে থেকে স্হায়ী শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ জানান ও ইউনিয়ন এর পক্ষ থেকে দাবী সনদ জমা দেওয়া হয় ।


No comments:

Post a Comment