Monday 6 August 2018

আবার এলো রে ফিরে রক্তস্নাত ৬ই আগস্ট ।




দুর্গাপুর , ৬ই আগস্ট : ৬ই আগষ্ঠ - দুর্গাপুরের প্রথম শহীদ যুগল - আব্দুল জব্বার ও  আশীষ দাসগুপ্ত এর শহীদ দিবস । ১৯৬৬ - গনআন্দোলনে উত্তাল বাংলা উত্তাল দুর্গাপুর । ৫ই আগষ্ট , ১৯৬৬ - পুলিশ লেলিয়ে দিয়ে  কাপুরুষের  মতো আক্রমন চালানো হয়েছিল  শান্তিপূর্ন  ভাবে আন্দোলনরত দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের উপরে । পুলিশের লাঠির ঘায়ে মাথা চৌঁচির হয়ে যায় তরুন কমরেড আব্দুল জব্বারের । পরের দিন ,৬ই আগষ্ট । ধর্মঘট আর মিছিলের মধ্য দিয়ে ,শাসকশ্রেনীর বর্বরতার জবাব দিয়েছিল দুর্গাপুরের ইস্পাত শ্রমিক,মেহেনতী জনগন, গনতন্ত্রপ্রিয় মানুষ । ক্ষিপ্ত শাসকশ্রেনীর পুলিশ, সে দিন  ঠান্ডা মাথায় গুলি চালিয়ে হত্যা করেছিল  আশিস দাসগুপ্তকে । তিনি ছিলেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকদের আপন সংগঠন ,হিন্দুস্হান স্টিল  এমপ্লয়ীজ ইউনিয়নের  সহ-সম্পাদক ও দুর্গাপুরের ইস্পাত কারখানার ওয়ার্কস কমিটিতে নির্বাচিত  অত্যন্ত জনপ্রিয় নির্বাচিত শ্রমিক  প্রতিনিধি । সারা বাংলা গর্জে উঠেছিল এই বর্বরোচিত হত্যালীলার বিরুদ্ধে । দুর্গাপুর নেমে এসেছিল রাস্তায় । স্বাধীন  ভারতের শ্রমিক আন্দোলনের নয়া রাস্তার নাম হোল, আশিস -জব্বারের রক্তে ভেজা দুর্গাপুর। না । এই আত্মবলিদানের শেষ এখানেই শেষ নয় । ভারতের শাসকশ্রেনীর হিংস্র আক্রমনের মুখোমুখি ব্যারিকেডের লড়াই এ    দুর্গাপুরের রক্তস্নাত ট্রেঞ্চে প্রান দিয়েছেন ৩৬ জন কমিউনিষ্ট ও বামপন্হী । আজ আবার আক্রান্ত পঃ বঙ্গের গনতন্ত্র , মেহেনতি মানুষের অধিকার,ধর্মনিরপেক্ষতা । আক্রান্ত  দুর্গাপুর। আজ আবার ৬ই আগষ্ট । ডাক দিচ্ছে উত্তরাধিকারীদের দুর্গাপুরের ব্যারিকেড অক্ষুন্ন রাখার ।
আজ সকালে প্রথম অনুষ্ঠানটি হয় ইস্পাতনগরীর বিজোনে ১নং বিদ্যাগর এভিন্যুর বি টি রণদিভে ভবনে রক্তপতাকা উত্তোলন করেন , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি রথিন রায় স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ্ ইন্ডিয়ার পক্ষে অরুণ চৌধুরী । এরপরে ইস্পাত শ্রমিকরা বাইক মিছিল করে   মূল অনুষ্ঠানস্হল   ইস্পাতনগরীর  আশিস মার্কেট পৌঁছান রক্তপতাকা উত্তোলন করেন রথিন রায় শহিদবেদিতে মাল্যদান করেন রথিন রায়,সন্তোষ দেবরায় ,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী,অর্ধেন্দু দাক্ষি,রাম পঙ্কজ গাঙ্গুলী, মলয় ভট্টাচার্য সহ অন্যান্য পার্টি-নেতৃবৃন্দ ,বিভিন্ন ট্রেড ইউনিয়ন গণ-আন্দোলনের নেতৃবৃন্দ । জব্বারবাগেও শহীদবেদীতে মাল্যদান করেন নেতৃবৃন্দ ।
সকালে আরেকটি  অনুষ্ঠানের হয়  আশিস-জব্বার ভবনে এখানে  রক্তপতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায় শহীদবেদীতে মাল্যদান করেন নেতৃবৃন্দ
বিকালে ইউনাইটেড কন্ট্রাকটার্স ওয়ার্কাস ইউনিয়নের ( UCWU) আয়োজিত শহীদ নিমাই অধিকারী  ও পরিতোষ ভট্টাচার্য  স্মৃতি ফুটবল টুর্নামেন্টের  ফাইন্যাল খেলায় ট্রাইব্রেকারে  ৫-৩ গোলে তানসেন অ্যাথালেটিক ক্লাব কে হারিয়ে জয়ী হয় ভারতী ভলিবল ক্লাব।নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১ । বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন যথাক্রমে বিধায়ক সন্তোষ দেবরায় ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সুব্রত সিনহা।  মহঃ রফি ফেয়ার প্লে ট্রফি জয়ী আই.এন দিশারীর হাতে ট্রফি তুলে দেন তাপস সরকার। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভারতী ভলিবল ক্লাবের সুনীল মূর্মূ । উপস্হিত ছিলেন বিনয়েন্দ্রকিশোর চক্রবর্তী, রথিন রায়,মহাব্রত কুন্ডু,পঙ্কজ রায় সরকার, নিমাই ঘোষ,আশিষ মিশ্র  প্রমূখ ।
সন্ধ্যাবেলায়  বি টি রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখেন সন্তোষ দেবরায় ও অর্ধেন্দু দাক্ষি    সভাপতিত্ব করেন রথিন রায় । কনভেনশনের শুরুতে শিশু শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এবং শহিদ দিবস উপলক্ষ্যে শিশু ও কিশোর-কিশোরীদের জন্য আয়োজিত অংকন প্রতিযোগিতায় ও অভিভাবকদের জন্য আয়োজিত তাৎক্ষনিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।





























No comments:

Post a Comment