Tuesday 21 August 2018

দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিকদের বিক্ষোভ জমায়েত ।




দুর্গাপুর,২১শে আগস্ট : আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় এক গুচ্ছ দাবিতে শ্রমিকরা বিক্ষোভ জমায়েত করেন । । এই দুই কারখানায় অবিলম্বে আধুনিকিকরন ও সম্প্রসারন এবং অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারিকরনের উদ্যোগ বাতিলের  দাবি জানানোর পাশাপাশি অবিলম্বে  বেতন-চুক্তির আলোচনা ( এনজেসিএস) শুরু ও ফয়সালা এবং বার্ষিক বোনাসের ন্যায়সংগত ফয়সালার দাবি জানানো হয় । প্রসংগত গত ২০ মাস ধরে রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা সেইল ও আর.আই.এন.এল এর বেতন-চুক্তি বকেয়া পড়ে আছে । এমন কি বিগত বেতন-চুক্তি মোতাবেক পেনশন ও হাউস রেন্ট অ্যালাউন্স এখনও চালু হয় নি । এছাড়াও শ্রমিকদের কর্মস্হলে যথাযথ সুরক্ষা বিধি গ্রহনের জন্য দাবি জানানো হয় । বিক্ষোভ জমায়েত চলাকালিন  ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধিদল গিয়ে কর্তৃপক্ষ কে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দেন । দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের বিক্ষোভ জমায়েত হয় ইডি ( ওয়ার্কস ) দফ্তরের সামনে । জমায়েতে বক্তব্য রেখেছেন বিশ্বরূপ ব্যানার্জী , ললিত মিশ্র,সৌরভ দত্ত ও কবিরঞ্জন দাসগুপ্ত । মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিকদের বিক্ষোভ জমায়েত হয় জিএম ইডি ( ওয়ার্কস ) দফ্তরের সামনে । জমায়েতে বক্তব্য রেখেছেন মলয় ভট্টাচার্য ,বিজয় সাহা ও তারক দাস । এখানে ঠিকা শ্রমিকরাও যোগ দেন । অন্যান্য দাবি-দাওয়ার সাথে মিশ্র ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকদের ২০১৫ থেকে বকেয়া ভি.ডি.এ অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয় ।





No comments:

Post a Comment