Thursday 16 August 2018

সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে ‘সামুহিক জাগরন’ কর্মসূচী ঘিরে ব্যাপক সাড়া ।




স্বাধীনতা দিবসের প্রাক্কালে সি.আই.টি.ইউ-র পক্ষ থেকে ১৪ই আগস্ট দেশ জুড়ে ডাক দেওয়া হয়েছিল ‘সামুহিক জাগরন’-এর । জাগ্রত অমানিশায় অযুত লক্ষ কন্ঠে আওয়াজ ওঠে ; ক্ষুধা–অপুষ্টি –নিরক্ষরতা-রুগ্নতা-বেকারী-ধারের বোঝা থেকে আজাদি চাই
ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে সি.আই.টি.ইউ-ভূক্ত ইউনিয়নগুলি সহ অন্যান্য গন সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন গুলির অংশ গ্রহনে ১৪ই আগস্ট রাত ১০টা থেকে ১৫ই আগস্ট ভোর ৫টা-১৫ পর্যন্ত ‘সামুহিক জাগরন’ বহু মানুষ উপস্হিত ছিলেন। রঙিন আলোয় সেজে ওঠে বি.টি.রণদিভে ভবনে । বি.টি.রণদিভে ভবনের প্রবেশ মুখে ছিল তোরন । স্বাধীনতা সংগ্রামে শহীদের প্রতিকৃতি ,পোষ্টার-ব্যানার-লাল পতাকায় দিয়ে সাজিয়ে তোলা হয় বি.টি.রণদিভে ভবন । কর্মসূচি পালনের সাথে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । অংশ নিয়েছিলেন শুভেন্দু মাইতি,পূরবি মুখার্জি সহ দুর্গাপুর ও দুর্গাপুরের বাইরে বহু খ্যাতনামা শিল্পীরা । উপস্হিত ছিলেন রথীন রায়, গৌরাঙ্গ চ্যাটার্জী , বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি,সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিপ্রেন্দু চক্রবর্তী,পঙ্কজ রায় সরকার,জীবন রায়,পি.কে. দাস সহ অন্যান নেতৃবৃন্দ । অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখেন সি.আই.টি.ইউ এর পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ ব্যানার্জী । ১৫ই আগস্ট ভোর ৫টা-১৫ তে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্বরূপ ব্যানার্জী ।





















No comments:

Post a Comment