Thursday 2 August 2018

শহিদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট দুর্গাপুরের ক্রীড়া জগৎ কে অনুপ্রেরনা জোগাচ্ছে ।




দুর্গাপুর,২রা আগষ্ট : মাঝে বেশ কিছু বছর ধরে বন্ধ থাকার পরে গত ৮ই জুলাই পুনরায় শুরু হয়েছে দুর্গাপুরের ঐতিহ্যমন্ডিত শহিদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট । শুরুতেই এই প্রতিযোগিতা দুর্গাপুরের ক্রীড়ামোদি সহ ক্রীড়া জগৎ এর সাথে সংশ্লিষ্ট সবার মধ্যে যথেষ্ঠ সারা ফেলেছে ।ইস্পাতনগরীর লাল ময়দানে এই প্রতিযোগিতায় প্রতিটি খেলায় সারা জাগানো দর্শক সমাগম ও প্রাক্তন খেলোয়ারদের নক্ষত্র সমাবেশ – দুর্গাপুরের অতীত দিনের খেলা ঘিরে উন্মাদনার দিন গুলির কথা মনে করিয়ে দিচ্ছে । দুর্গাপুরের প্রথম সারির ৮ টি দল এই টুর্ণামেন্টে অংশ নিয়েছে । আগামী ৫ই আগষ্ট ফাইন্যাল খেলা হবে তানসেন অ্যাথালেটিক ক্লাব বনাম আমরা ক’জন বয়েজ ক্লাব এর মধ্যে । আজ এক সাংবাদিক সম্মেলনে টুর্ণামেন্ট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ফাইন্যাল খেলার দিন সম্বর্ধিত করা হবে ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ‘ অর্জুন ’ ভাস্কর গাঙ্গুলী ও জাতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার সুবীর সরকার কে । এছাড়াও সম্বোর্ধিত হবেন তিন জাতীয় স্তরের ফুটবলার বিশ্বজিত দাস , অমিতাভ ঘোষ ও গৌতম দে । ফাইন্যাল খেলার আগে এক প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবেন দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানার প্রাক্তন ফুটবলাররা । আজকের সাংবাদিক সম্মেলনে উপস্হিত ছিলেন সুখময় বোস, সুব্রত সিনহা , অজয় ব্যানার্জী , প্রফুল্ল মন্ডল ,বিশ্বরূপ ব্যানার্জী ও সীমন্ত চ্যাটার্জী ।

No comments:

Post a Comment