Saturday 4 May 2019

চুক্তি ভেঙ্গে পেনশন নিয়ে সেইলের একতরফা ঘোষনার বিরুদ্ধে সি.আই.টি.ইউ এর তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ।




দুর্গাপুর,৪ঠা মে : সেইল কর্তৃপক্ষ অভূতপুর্বভাবে এন.জে.সি.এস এর চুক্তি ভেঙ্গে পেনশন সংক্রান্ত নতুন সার্কুলার জারি করেছে । অভিযোগ উঠেছে ভারত সরকারের ডি.পি.ই ( ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজ ) এর নির্দেশিকার অজুহাতে সেইল কর্তৃপক্ষ কোন বছরে লাভ না করতে পারলে ,সেই বছরে শ্রমিক-কর্মচারিদের ডিএ ও বেসিকের সমষ্টির মাত্র দুই শতাংশ পেনশন ফান্ডে জমা করবে । অথচ এন.জে.সি.এস এর চুক্তিতে এই বিষয়ে বলা আছে সেইল ছয় শতাংশ হারে পেনশন ফান্ডে জমা করবে । ইতিমধ্যে সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন সেইলের চেয়ারম্যান কে এই বিষয়ে লেখা চিঠিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অবিলম্বে এই সার্কুলার প্রত্যাহারের দাবি জানিয়েছেন । চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন যে ভারত সরকারের ইস্পাত মন্ত্রকের দ্বারা অনুমোদিত সেইল ও সি.আই.টি.ইউ সহ ইউনিয়ন সমূহের মধ্যে এন.জে.সি.এস এর মধ্যে সাক্ষরিত চুক্তি কে অন্য মন্ত্রকের নির্দেশিকার অজুহাতে সেইল কোন যুক্তিতে অমান্য করতে পারে ?
  এ দিকে,আজ দুর্গাপুর ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ) এর ডাকে পেনশন ফান্ডের চুক্তিভঙ্গের বিরুদ্ধে ইডি(ওয়ার্কস) এর দফ্তরের সামনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয় । নেতৃবৃন্দের পক্ষ থেকে পেনশন ফান্ডের চুক্তিভঙ্গের থেকে সেইল কর্তৃপক্ষ সরে না এলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সব ট্রেড ইউনিয়ন গুলি কে সেইল কর্তৃপক্ষের স্বৈরাচারি সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানানো হয় । বক্তব্য রেখেছেন প্রদ্যুত মুখার্জী,অরুন চৌধুরী,ললিত মিশ্র ও বিশ্বরূপ ব্যানার্জী । সমাবেশ চলাকালিন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে পেনশন সংক্রান্ত নতুন সার্কুলার প্রত্যাহারে দাবি জানিয়ে সেইলের চেয়ারম্যানের উদ্দ্যেশে লেখা চিঠি জমা দেন প্রতিনিধিদল । এই দাবিতে সমগ্র সেইলে প্রবল বিক্ষোভ দেখানোর কর্মসূচী নেওয়া হয়েছে বলে ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন ।






No comments:

Post a Comment