Thursday 16 May 2019

নির্বাচনের ফাঁকে অ্যালয় স্টিল সহ ৩৫ রাষ্ট্রায়ত্ব সংস্হা বিক্রির চক্রান্তের বিরুদ্ধে ইস্পাতনগরীতে গনতান্ত্রিক কনভেনশন ।




দুর্গাপুর,১৬ই মে : কেন্দ্রিয় অর্থমন্ত্রকের সূত্র কে উদ্ধৃত করে পিটিআই অ্যালয় স্টিল সহ ৩৫টি রাষ্ট্রায়ত্ব সংস্হার বিলগ্নির জন্য মোদি সরকারের নতুন পরিকল্পনা জানানোর ( সূত্র : গণশক্তি,১৩মে ) পর দুর্গাপুর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে । খবরে প্রকাশ বিক্রির ধারা বদলে মোদি সরকার আগামী ৩-৪ মাসের মধ্যে এই ৩৫টি কারখানা বিক্রি করতে চলছে । এই কারখানা গুলির মধ্যে অন্যতম হল সেইলের দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট ও সালেম প্ল্যান্ট । ইতিমধ্যে গত ২০১৫ থেকে “ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুর ইস্পাত বাঁচাও – রক্ষা কর দুর্গাপুর” যৌথ মঞ্চের নেতৃত্বে, অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরন বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকরন ও সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের কাজে বহাল এবং দুর্গাপুরের সমস্ত রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচাতে ও ব্যারেজের সংস্কারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে । এই কথা স্মরণ করিয়ে দিয়ে আজকের গনতান্ত্রিক কনভেনশনে দুর্গাপুর(পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায় আন্দোলন কে তীব্র ও দীর্ঘস্হায়ী করতে ব্যপকতম ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ।  সেইলের মেডিক্লেমের আশু ও যৌক্তিক ফয়সালার জন্যও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন রথিন রায়,ললিত মিশ্র ও অচিন্ত্য মুখার্জী ।

No comments:

Post a Comment