Monday 20 May 2019

শ্রেনীহীন সমাজ গড়ার লক্ষ্যে আমাদের লড়াই চলবেই : আভাস রায়চৌধুরী ।




দুর্গাপুর,২০শে মে : আজ আশিস-জব্বার ভবনে,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ১ এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত “ মার্কসবাদ ও কার্ল মার্কস এবং আজকের বিশ্ব”- শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র কেন্দ্রিয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী । তিনি বলেন কিভাবে ছাত্র মার্কস মানবতা বোধে উদ্বুদ্ধ হয়ে রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন এবং শ্রমিকশ্রেনীর মতাদর্শ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ভিত নির্মান করেন । বন্ধু ফ্রেডারিখ এঙ্গেলস এক্ষেত্রে যোগ্য সহায়তা করেন । কিন্তু মার্কসবাদ অন্য মতবাদের মত কেবল চর্চার জন্য আরেক টি মতবাদ ছিল না । এটি ছিল প্রয়োগের জন্য শ্রমিকশ্রেনীর মতবাদ , যা দেশে দেশে সেই দেশের নিজস্ব বৈশিষ্ট অনুযায়ী এই মতাদর্শের চর্চা ও প্রয়োগের বিকাশ ঘটেছে,সমাজতান্ত্রিক দেশের সৃষ্টি করেছে ,আবার সাময়িক বিপর্যয় ঘটেছে । আমাদের দেশেও একই ভাবে বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে মার্কসবাদের চর্চা ও প্রয়োগের বিকাশ ঘটেছে । আগামী দিনেও তা প্রবাহমান থাকবে । সারা বিশ্বের সাথে ভারতবর্ষেও বিশ্বে শ্রেনীহীন শোষনমুক্ত সাম্য ব্যবস্হা গড়ে তোলার লড়াই চলবে ।
এছাড়াও বক্তব্য রাখেন সন্তোষ দেবরায় ও বিজয় সাহা । উপস্হিত ছিলেন রথিন রায়,নির্মল ভট্টাচার্য,পঙ্কজ রায়সরকার,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।












No comments:

Post a Comment