Wednesday 1 May 2019

ইস্পাতনগরীতে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল ঐতিহাসিক মে দিবস ।




দুর্গাপুর,১লা মে : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চিরাচরিত ভাবে ইস্পাতনগরীতে পালিত হল ঐতিহাসিক মে দিবস । সকালে বিভিন্ন সেক্টর অফিস ও ইউনিয়ন দফ্তর গুলিতে রক্তপতাকা উত্তোলন করা হয় । বি.টি.রণদিভে ভবনে  রক্তপতাকা উত্তোলন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর সভাপতি রথিন রায় ও স্টিল ওয়ার্কর্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সি.আই.টি.ইউ) এর সাধারন সম্পাদক পি.কে.দাস। এরপরে এক বিশাল বাইক মিছিল বি.টি.রণদিভে ভবন থেকে শুরু হয়ে যায় আশিস মার্কেটে ।  প্রতিবারের মতো  মূল অনুষ্ঠানটি হয় আশিস মার্কেটে । এখানে  রক্তপতাকা উত্তোলন করেন শ্রমিক নেতা রথিন রায় । শহীদবেদীতে মাল্যদান করেন রথিন রায়,বিধায়ক সন্তোষ দেবরায়,পি.কে.দাস,সুবীর সেনগুপ্ত,নির্মল ভট্টাচার্য,বিশ্বরূপ ব্যানার্জী,আর.পি.গাঙ্গুলী,মলয় ভট্টাচার্য সহ অন্যান্য  নেতৃবৃন্দ । গণসংগীত যৌথভাবে পরিবেশন করেন লহরী ও গণনাট্য সংঘের ইস্পাত ( দুর্গাপুর) শাখার সদস্যরা । এরপরে জব্বার বাগে শহীদবেদীতে মাল্যদান করা হয় । । আশিস-জব্বার ভবনেও রক্তপতাকা উত্তোলন করা হয় । সন্ধ্যায় বি.টি.রণদিভে ভবনে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে শ্রমিক কনভেনশনে বক্তব্য রাখেন রথিন রায়, সন্তোষ দেবরায় ও জীবন রায় । সংগীতালেখ্য পরিবেশন করেন ইউনিয়নের সাংস্কৃতিক শাখা ।




































No comments:

Post a Comment