Tuesday, 21 May 2019

অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাতে বাম গন সংগঠনগুলি ঐক্যবদ্ধ আন্দোলন কে প্রসারিত করার ডাক দিল ।




দুর্গাপুর,২১শে মে : সর্বনাশের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সেইলের বিশেষ ধরনে ইস্পাত উৎপাদন সংস্হা দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট । আশংকায় দিন গুনছে দুর্গাপুরের অন্যান্য রাষ্ট্রায়ত্ব সংস্হা , দুর্গাপুরের সর্বস্তরের মানুষ ।
     কেন্দ্রিয় অর্থমন্ত্রকের সূত্র কে উদ্ধৃত করে পিটিআই অ্যালয় স্টিল সহ ৩৫টি রাষ্ট্রায়ত্ব সংস্হার বিলগ্নির জন্য মোদি সরকারের নতুন পরিকল্পনার খবর  জানায় ( সূত্র : গণশক্তি,১৩মে ) । খবরে প্রকাশ, বিক্রির ধারা বদলে মোদি সরকার আগামী ৩-৪ মাসের মধ্যে ৩৫টি রাষ্ট্রায়ত্ব কারখানা বিক্রি করতে চলছে । এই কারখানা গুলির মধ্যে অন্যতম হল সেইলের দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট ও সালেম প্ল্যান্ট । ইতিমধ্যে গত ২০১৫ থেকে “ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুর ইস্পাত বাঁচাও – রক্ষা কর দুর্গাপুর যৌথ মঞ্চের নেতৃত্বে, অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরন বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকরন ও সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের কাজে বহাল এবং দুর্গাপুরের সমস্ত রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচাতে ও ব্যারেজের সংস্কারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে ।
  এই অবস্হায় সি.আই.টি.ইউ সহ বাম গন সংগঠনগুলি কালক্ষেপ না করে আন্দোলনে নেমেছে । আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ),এ.এস.পি.সি.ই.ইউ(সি.আই.টি.ইউ) ও ইউ.সি.ডব্লু ইউ(সি.আই.টি.ইউ) এর ডাকে অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে মোদি সরকারে নয়া চক্রান্ত ব্যর্থ করার ডাক দিয়ে এক বিশাল প্রতিবাদ সভা হয় । অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা মিছিল করে এসে প্রতিবাদ সভায় যোগ দেন । সভায় যোগ দেয় বেফি,১২ই জুলাই কমিটি,সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি সহ অন্যান্য বাম গন সংগঠনগুলি।  প্রতিবাদ সভায় বক্তব্য রেখে নেতৃবৃন্দ কালবিলম্ব না করে অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরন ব্যর্থ করার জন্য মোদি সরকারে বিরুদ্ধে ব্যপকতম ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। সভা চলাকালিন অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় । বক্তব্য রাখেন বিনয়েন্দ্রকিশোর চক্রবর্তী,সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জী,মলয় ভট্টাচার্য,বিজয় সাহা,ললিত মিশ্র প্রমূখ । উপস্হিত ছিলেন বিপ্রেন্দু চক্রবর্তী,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।








No comments:

Post a Comment